Ajker Patrika

পুলিশ-প্রশাসন ঠিকমতো কাজ করছে না: উপদেষ্টা সাখাওয়াত

নাটোর প্রতিনিধি 
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। ফাইল ছবি
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। ফাইল ছবি

বস্ত্র ও পাট এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, পুলিশ-প্রশাসন ঠিকমতো কাজ করছে না, কারণ, তাদের স্ট্রাকচারটাই শেষ হয়ে গেছে।

আজ রোববার (৩ আগস্ট) দুপুরে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর এবং স্থানীয় প্রশাসন ও ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত বলেন, ‘আপনারা নেতা হয়েছেন শুধু ভোটের জন্য না। আপনাকে নেতা করা হয়েছে তাদের সঠিক পথে চালিত করার জন্য। আপনি যদি বেঠিক পথে চালান, তাহলে আমাদের দেশের পুরো কাঠামো ভেঙে পড়বে। এটাকে ৮ মাসে, ১০ মাসে বা এক বছরে ঠিক করা সম্ভব নয়।’

উপদেষ্টা আরও বলেন, ‘আপনারা প্রায়ই শোনেন, পুলিশ-প্রশাসন ঠিকমতো কাজ করছে না। তারা কাজ করবে কী করে, কারণ, স্ট্রাকচারটাই শেষ। আইনের স্ট্রাকচার শেষ, প্রশাসনের স্ট্রাকচার শেষ। আপনাদের নায্য দাবিদাওয়ার জন্য আপনারা আবেদন করতে পারেন। জেলা প্রশাসক যদি না শোনে, তাহলে আমার মন্ত্রণালয়ের দরজা আপনাদের জন্য সব সময় খোলা রয়েছে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মণ্ডল, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসাইনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২২ জনের হাতে ১২ লাখ ৩০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

৪ দাবি নিয়ে মার্কিন চাপ, বাংলাদেশের সায় ৩ শর্তে

রাজশাহী টেক্সটাইল মিলসে তৈরি হচ্ছে মানিব্যাগ, জুতা

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত