বগুড়া প্রতিনিধি
বগুড়ায় বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচি চলাকালে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি দিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের এক নেতা।
ব্যাপক সমালোচনার মুখে পড়ে সেই ছবি সরিয়ে নিলেও এনিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সাজেদুল ইসলাম সাগর নামের ওই নেতা বগুড়া জেলার ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি একই উপজেলার নিমগাছী ইউনিয়নের সোনাহাটা গ্রামের বাসিন্দা।
গতকাল মঙ্গলবার তার নিজের ফেসবুক আইডিতে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট পড়ে একটি ছবি আপলোড করেন সাগর নিজেই। এরপর পরই বিভিন্ন নেতিবাচক মন্তব্য করতে থাকেন রাজনৈতিক দলের নেতা কর্মীরাসহ বিভিন্ন শ্রণী পেশার মানুষ। পরে ছবিটি তিনি সরিয়ে ফেলেন।
এ প্রসঙ্গে সাগর বলেন, মঙ্গলবার দুপুরে সোনাহাটা বাজারে বিট পুলিশিং অফিসে যাই। ওই সময় দেখতে পাই যে ধুনট থানায় কর্মরত এসআই শহিদুল ইসলাম এর ব্যবহৃত বুলেটপ্রুফ জ্যাকেটটি বিট অফিসের টেবিলের ওপর রাখা। আমি কৌতুহল বশতঃ বুলেটপ্রুফ জ্যাকেটটি নিজে পরিধান করে বিট অফিসে থাকা নিমগাছী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রাজু সুলতান এর মাধ্যমে ছবি তুলে সরল বিশ্বাসে আমার ফোনের গ্যালারিতে ছবিটি রাখি।
তিনি আরও বলেন, ‘আমার বুলেটপ্রুফ জ্যাকেট পরা এবং ছবি তোলা শুধু বিট অফিসের ভেতরে সীমাবদ্ধ ছিল। পরবর্তীতে ফেসবুক স্টোরিতে আপলোড দিয়ে রাখি। আমি বুলেটপ্রুফ জ্যাকেট পরে বিট অফিসের বাইরে যাইনি এবং কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করিনি। আমি লজ্জিত, অনুতপ্ত এবং ক্ষমা প্রার্থী।’
ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ ইকবাল আজকের পত্রিকাকে বলেন, ‘ফেসবুকে দেখে বিষয়টি তাৎক্ষণিক ধুনট থানার ওসিকে জানিয়েছি। তিনি বলেন, পুলিশের ব্যবহৃত পোশাক থেকে শুরু করে অন্যান্য সরঞ্জাম ব্যবহার করা অপরাধ। সাগর নামে স্বেচ্ছাসেবক লীগের ওই নেতা অপরাধের পাশাপাশি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।’
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা জানতে পেরেছি পুলিশ কর্মকর্তা জ্যাকেট বিট অফিসে রেখে হোটেলে ভাত খেতে যায়। সেই সময় স্বেচ্ছাসেবক লীগের ওই নেতা জ্যাকেট পরে ছবি তুলে ফেসবুকে দিয়েছেন। তারপরেও এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ধুনট থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলামের কাছে এ বিষয়ে জানার জন্য একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।
বগুড়ায় বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচি চলাকালে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি দিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের এক নেতা।
ব্যাপক সমালোচনার মুখে পড়ে সেই ছবি সরিয়ে নিলেও এনিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সাজেদুল ইসলাম সাগর নামের ওই নেতা বগুড়া জেলার ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি একই উপজেলার নিমগাছী ইউনিয়নের সোনাহাটা গ্রামের বাসিন্দা।
গতকাল মঙ্গলবার তার নিজের ফেসবুক আইডিতে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট পড়ে একটি ছবি আপলোড করেন সাগর নিজেই। এরপর পরই বিভিন্ন নেতিবাচক মন্তব্য করতে থাকেন রাজনৈতিক দলের নেতা কর্মীরাসহ বিভিন্ন শ্রণী পেশার মানুষ। পরে ছবিটি তিনি সরিয়ে ফেলেন।
এ প্রসঙ্গে সাগর বলেন, মঙ্গলবার দুপুরে সোনাহাটা বাজারে বিট পুলিশিং অফিসে যাই। ওই সময় দেখতে পাই যে ধুনট থানায় কর্মরত এসআই শহিদুল ইসলাম এর ব্যবহৃত বুলেটপ্রুফ জ্যাকেটটি বিট অফিসের টেবিলের ওপর রাখা। আমি কৌতুহল বশতঃ বুলেটপ্রুফ জ্যাকেটটি নিজে পরিধান করে বিট অফিসে থাকা নিমগাছী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রাজু সুলতান এর মাধ্যমে ছবি তুলে সরল বিশ্বাসে আমার ফোনের গ্যালারিতে ছবিটি রাখি।
তিনি আরও বলেন, ‘আমার বুলেটপ্রুফ জ্যাকেট পরা এবং ছবি তোলা শুধু বিট অফিসের ভেতরে সীমাবদ্ধ ছিল। পরবর্তীতে ফেসবুক স্টোরিতে আপলোড দিয়ে রাখি। আমি বুলেটপ্রুফ জ্যাকেট পরে বিট অফিসের বাইরে যাইনি এবং কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করিনি। আমি লজ্জিত, অনুতপ্ত এবং ক্ষমা প্রার্থী।’
ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ ইকবাল আজকের পত্রিকাকে বলেন, ‘ফেসবুকে দেখে বিষয়টি তাৎক্ষণিক ধুনট থানার ওসিকে জানিয়েছি। তিনি বলেন, পুলিশের ব্যবহৃত পোশাক থেকে শুরু করে অন্যান্য সরঞ্জাম ব্যবহার করা অপরাধ। সাগর নামে স্বেচ্ছাসেবক লীগের ওই নেতা অপরাধের পাশাপাশি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।’
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা জানতে পেরেছি পুলিশ কর্মকর্তা জ্যাকেট বিট অফিসে রেখে হোটেলে ভাত খেতে যায়। সেই সময় স্বেচ্ছাসেবক লীগের ওই নেতা জ্যাকেট পরে ছবি তুলে ফেসবুকে দিয়েছেন। তারপরেও এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ধুনট থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলামের কাছে এ বিষয়ে জানার জন্য একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।
একসময় সংসার চলত টানাটানিতে। বছরের দুই মৌসুমে ধান চাষ করেও পেছনে থাকত ঋণের বোঝা। সেই বাস্তবতা বদলে গেছে রংপুরের তারাগঞ্জ উপজেলার রহিমাপুর গ্রামের কৃষক আব্দুর রহিমের (৩২)। ধানখেতে হাঁস ও মাছের সমন্বিত চাষ করে এখন বছরে আয় করছেন প্রায় ৮ লাখ টাকা।
২ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুর উপজেলায় একাধিক মামলায় পরোয়ানাভুক্ত নুসরাত জাহান নুপুর (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আত্মীয়স্বজন ও বিভিন্ন ঋণদান সংস্থার কাছ থেকে নেওয়া টাকা পরিশোধ না করায় তাঁর বিরুদ্ধে দুই ডজনেরও বেশি অর্থ ঋণের মামলা রয়েছে।
১১ মিনিট আগেরাজধানীর সরকারি সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে চলতি মাসের মধ্যেই অধ্যাদেশ জারি এবং দ্রুত অন্তবর্তী প্রশাসন গঠনের দাবিতে আবার আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী শনিবার বিকেল ৪টায় ইডেন মহিলা কলেজের ১ নম্বর গেটে এ সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি...
১৪ মিনিট আগেসিলেটের জকিগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য বদরুল আলম আফজলকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার ভোররাতে জকিগঞ্জ সদর ইউপির সেনাপতিরচক গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৬ মিনিট আগে