Ajker Patrika

সড়ক পার হওয়ার সময় প্রাইভেট কারের ধাক্কায় মা-মেয়ে নিহত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৫ জুন ২০২৩, ২২: ৪০
সড়ক পার হওয়ার সময় প্রাইভেট কারের ধাক্কায় মা-মেয়ে নিহত

বগুড়ার শাজাহানপুরে সড়ক পার হওয়ার সময় প্রাইভেট কারের ধাক্কায় মা-মেয়ে নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের রানীরহাটের জোড়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় প্রাইভেট কার মহাসড়ক থেকে ছিটকে বাগানে পড়ে। 

নিহতরা হলেন শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের আশেকপুর পশ্চিমপাড়া গ্রামের শিপন আলীর স্ত্রী দোলেনা বেগম (২৪) এবং তাঁদের মেয়ে আয়েশা খাতুন (৫)। 

দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী। তিনি জানান, আজ বিকেল সাড়ে ৫টার দিকে মহাসড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে পার হওয়ার সময় মা ও মেয়েকে ধাক্কা দেয় একটি প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই তাঁরা মারা যান। 

দুর্ঘটনার সময় প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পাশের ইউক্যালিপটাসগাছের বাগানে গিয়ে পড়ে। সেখান থেকে প্রাইভেট কারটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়েছে। প্রাইভেট কারে কোনো যাত্রী ছিল না, চালক পলাতক আছেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বগুড়া কুন্দইল হাইওয়ে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দিয়েছে বলে জানান এসআই মোহাম্মদ আলী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত