Ajker Patrika

সিরাজগঞ্জে ৯ ইটভাটায় অভিযান, ৪৪ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১৮: ৫১
সিরাজগঞ্জে ৯ ইটভাটায় অভিযান, ৪৪ লাখ টাকা জরিমানা

অবৈধভাবে কাঠ পোড়ানো ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত সিরাজগঞ্জে ৩ উপজেলার ৯টি ইটভাটায় অভিযান চালিয়ে ৪৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল গফুর এ তথ্য নিশ্চিত করেছেন। 

গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার রায়গঞ্জ, তাড়াশ ও উল্লাপাড়ায় উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নেহের নিগার তনু। 

জরিমানা করা ইটভাটাগুলো হলো রায়গঞ্জের মেসার্স এলিনা ব্রিকস, মেসার্স রাকিব ব্রিকস ও মেসার্স সুপার ব্রিকস, তাড়াশের মেসার্স নাবিলা ব্রিকস ও মেসার্স মাইশা ব্রিকস এবং উল্লাপাড়া উপজেলার মেসার্স রুহি ব্রিকস, সরকার অ্যান্ড কং আশা ব্রিকস, সরকার অ্যান্ড কং হার্ট ব্রিকস ও মেসার্স রানীনগর ব্রিকস। 

এর মধ্যে রুহি ব্রিকস ও সুপার ব্রিকসকে সাড়ে চার লাখ টাকা করে ও বাকি সাত ইটভাটাকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। 

সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল গফুর বলেন, ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন মেনে ভাটা পরিচালনায় মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। ভাটার মালিকেরা আইনের তোয়াক্কা না করে অবৈধভাবে ভাটা চালিয়ে আসছেন। আইন না মেনে ইট পোড়ানোর দায়ে জেলার রায়গঞ্জ, তাড়াশ ও উল্লাপাড়ায় ৯টি ইটভাটার মালিককে ৪৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত