Ajker Patrika

পিকনিকের বাস কেড়ে নিল শিশুর প্রাণ

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১৩: ৫৪
পিকনিকের বাস কেড়ে নিল শিশুর প্রাণ

নাটোরের লালপুরে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে মোসা. মিম আক্তার (৮) নামে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ লালপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত মিম উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মো. শহিদুল ইসলামের মেয়ে। এবং সে কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের মা মোসা. কাকলী খাতুন জানান, আজ শুক্রবার সকালে বাড়ি থেকে আমার স্বামী মেয়ে মিম ও ছোট ছেলেকে নিয়ে মাধবপুর ঠাকুরমোড় গ্রামে বাবার বাড়ির দিকে অটোভ্যানে করে রওনা দেন। ঈশ্বরদী-লালপুর সড়কের দক্ষিণ লালপুর নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি বাস অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে মিম ভ্যান থেকে সড়কের ওপর ছিটকে পড়ে। এ সময় বাসের পেছনের চাকায় পিষ্ট হয় মিম মারা যায়।

প্রত্যক্ষদর্শী উত্তর লালপুর গ্রামের মো. মেহেরুল ইসলাম বলেন, ‘পিকনিকের বাস শিশুটিকে পিষ্ট করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন পেছন থেকে ধাওয়া করে উপজেলা পরিষদের সামনে থেকে বাসটি জব্দ করে।’

এ বিষয়ে বাসের চালক শিপন (৩৬) জানান, কুষ্টিয়ার দৌলতপুরের মথুরাপুর ডিজিএম উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সাব্বির এন্টারপ্রাইজ বাস লালপুরে গ্রিনভ্যালি পার্কে আসছিল। পথি এ দুর্ঘটনা ঘটে।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুরুজ্জামান শামীম জানান, বাসের চাকায় পিষ্ট হয়ে শিশু মিমের ঘটনাস্থলেই মৃত্যু হয়। 

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান জানান, শিশুটিকে পিষ্ট করে বাসটি পালিয়ে গেলেও জনগণের সহায়তায় উপজেলা ভূমি অফিসের সামনে থেকে বাসটি জব্দ করা হয়। এ সময় বাসের চালক শিপনকে আটক করা হয়। তবে সহকারী চালক সিদ্দিক পালিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত