Ajker Patrika

নাটোরে মাটি বহনকারী ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালক নিহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২১ মে ২০২৪, ০৯: ৫৫
নাটোরে মাটি বহনকারী ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালক নিহত

নাটোরের বড়াইগ্রামে মাটি বহনকারী ট্রাক্টরের নিচে চাপা পড়ে এর চালক মেহেদী হাসান (২০) নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে সদর ইউনিয়নের প্রিয়ভাগ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বড়াইগ্রাম থানার পরিদর্শক শফিউল আযম খান বিষয়টি নিশ্চিত করেন।

নিহত মেহেদী হাসান নওগাঁ জেলার ধামইরহাটি উপজেলার চক ভবানী গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক বলেন, কয়েক মাস ধরে উপজেলার ভরতপুর গ্রামের সুজাব হোসেন নামের এক মাটি ব্যবসায়ী সদর ইউনিয়নের প্রিয়ভাগ গ্রামের ফসলি জমির মাটি কেটে রাতে বিক্রি করে আসছিলেন। সোমবার রাতে একটি ট্রাক্টর মাটি নামাতে গিয়ে উল্টে যায়। এতে চালক ট্রাক্টরের নিচে পড়ে আহত হন। তাঁকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

সুজাব হোসেন বলেন, অনাবাদি জমি ও পুরোনো পুকুর সংস্কার করে মাটি ট্রাক্টরে করে জমির মালিকের গর্তের জায়গায় ভরাট করা হচ্ছিল। চালক দুর্ঘটনাবশত গাড়ি উল্টে চাপা পড়ে মারা গেছেন।

বড়াইগ্রাম থানার পরিদর্শক শফিউল আযম খান বলেন, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বড়ইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘ফসলি জমিতে পুকুর খনন করা হচ্ছে এমন বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত