সাভার (ঢাকা) প্রতিনিধি
জুলাইয়ের আন্দোলনে শহীদ পরিবারগুলো এখনো সরকারি সহায়তা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৩০ জুলাই) বিকেলে আশুলিয়ার দারুল ইহসান মাদ্রাসা মাঠে ঢাকা জেলা বিএনপি আয়োজিত ‘নারকীয় জুলাই’ স্মরণসভায় শহীদ পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
সভায় এক শহীদ পরিবারের সদস্য অভিযোগ করেন, ‘আমার স্বামীকে পুড়িয়ে মারার পর কেউ খোঁজ নেয়নি, কেউ সহযোগিতা করেনি।’
এর পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, ‘যাঁদের পুড়িয়ে মারা হয়েছে, তাঁদের মধ্যে একজন বেঁচে ছিলেন। সেই সময় তাঁদের পুড়িয়ে মারা হয়েছে। শহীদের পরিবার অভিযোগ করেছেন, তাঁর স্বামীকে পুড়িয়ে মারার পরেও তাঁর খোঁজ নেয়নি কেউ, তাঁকে কেউ সহযোগিতা করে নাই। আমি ঢাকার ডিসিকে এখানে বসেই ফোন করেছিলাম, সরকার অঙ্গীকার করেছিল আহত এবং শহীদের পরিবারগুলোকে প্রাথমিকভাবে ১০ লাখ টাকা করে অনুদান দেবে; আর যাঁরা আহত হয়েছিলেন, তাঁদের চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করবে। কিন্তু আজ পর্যন্ত প্রতিশ্রুত অর্থ পুরোপুরি অনেকেই পাননি। আমি এখানে মাত্র দুজনকে পেয়েছি, যাঁরা সেই টাকাটা পেয়েছেন।’
বিএনপির মহাসচিব বলেন, ‘হাসিনা এবং তার দোসরদের বিচার কিন্তু এখনো দৃশ্যমান হয়নি। এখনো আমরা দেখছি শহীদ পরিবারের ন্যূনতম যতটুকু সহযোগিতা পাওয়া দরকার ছিল, সেটুকুও তারা পায়নি। এখনো দেখছি, যারা পঙ্গু এবং আহত হয়েছিল, তাদের চিকিৎসা চূড়ান্ত হয়নি। এই সরকারকে আহ্বান জানাব, আপনারা আপনাদের প্রতিশ্রুতি অনুযায়ী হতাহত পরিবারগুলোকে সহায়তা করেন।’
সভায় প্রধান বক্তা হিসেবে মির্জা ফখরুল আরও বলেন, ‘নিজেকে ধিক্কার দিতে ইচ্ছা করে, আমরা এমন একটা জাতি যে আমরা আমাদের নিজেদের ছেলেদের পুড়িয়ে মারি। আমরা এমন একটা জাতি, রাষ্ট্রের যারা কর্মচারী-কর্মকর্তা, তারা সন্তানদের হত্যা করে, এমনকি পুড়িয়ে হত্যা করে।’
ফখরুল বলেন, ‘আমরা এমন একটা জাতি, চিরদিন ক্ষমতায় টিকে থাকার জন্য এই জাতির নেতারা গুলি করে মানুষকে হত্যা করে, যা হাসিনা করেছে। এখন গোটা জাতি হাসিনার বিচার চায়। হাসিনা পালিয়ে গেছে ভারতে। ভারত তাকে আশ্রয় দিয়েছে। সেখান থেকে তিনি বিভিন্ন অডিও ভার্সনে, কথায়, ভিডিওতে বাংলাদেশে আবারও নৈরাজ্য সৃষ্টি করবার জন্য বিভিন্ন রকম উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে। গোপালগঞ্জে যে অবস্থার সৃষ্টি হয়েছে, সেটা তার উসকানিরই ফল।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘আজকে অনেক কথা হচ্ছে, রাজনৈতিক বাদানুবাদ হচ্ছে। এটা হবেই, গণতন্ত্রে সেটা স্বাভাবিক। তবে এমন কোনো কিছু করবেন না, যাতে আবার গণতন্ত্র ব্যাহত হয়। রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের সেটাই আহ্বান থাকবে। আমাদের আহ্বান থাকবে, ছোটখাটো বিষয়গুলো নিয়ে এমন অবস্থা তৈরি করবেন না, যাতে আবার ফ্যাসিস্ট হাসিনা সুযোগ পায় দেশে ফিরে আসার। আমরা অনুরোধ করব, সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে যে আসুন আমাদের যে সমস্যাগুলো আছে, সেগুলো মিটিয়ে ফেলে আমরা একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাই। নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠিত করি।’
‘নারকীয় জুলাই’ শিরোনামে এ জনসভায় ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমান, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হকসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা।
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন জেলার সাধারণ সম্পাদক নিপুণ রায়। সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারে শহীদদের পরিবারের স্বজনেরা বক্তব্য দেন।
জুলাইয়ের আন্দোলনে শহীদ পরিবারগুলো এখনো সরকারি সহায়তা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৩০ জুলাই) বিকেলে আশুলিয়ার দারুল ইহসান মাদ্রাসা মাঠে ঢাকা জেলা বিএনপি আয়োজিত ‘নারকীয় জুলাই’ স্মরণসভায় শহীদ পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
সভায় এক শহীদ পরিবারের সদস্য অভিযোগ করেন, ‘আমার স্বামীকে পুড়িয়ে মারার পর কেউ খোঁজ নেয়নি, কেউ সহযোগিতা করেনি।’
এর পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, ‘যাঁদের পুড়িয়ে মারা হয়েছে, তাঁদের মধ্যে একজন বেঁচে ছিলেন। সেই সময় তাঁদের পুড়িয়ে মারা হয়েছে। শহীদের পরিবার অভিযোগ করেছেন, তাঁর স্বামীকে পুড়িয়ে মারার পরেও তাঁর খোঁজ নেয়নি কেউ, তাঁকে কেউ সহযোগিতা করে নাই। আমি ঢাকার ডিসিকে এখানে বসেই ফোন করেছিলাম, সরকার অঙ্গীকার করেছিল আহত এবং শহীদের পরিবারগুলোকে প্রাথমিকভাবে ১০ লাখ টাকা করে অনুদান দেবে; আর যাঁরা আহত হয়েছিলেন, তাঁদের চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করবে। কিন্তু আজ পর্যন্ত প্রতিশ্রুত অর্থ পুরোপুরি অনেকেই পাননি। আমি এখানে মাত্র দুজনকে পেয়েছি, যাঁরা সেই টাকাটা পেয়েছেন।’
বিএনপির মহাসচিব বলেন, ‘হাসিনা এবং তার দোসরদের বিচার কিন্তু এখনো দৃশ্যমান হয়নি। এখনো আমরা দেখছি শহীদ পরিবারের ন্যূনতম যতটুকু সহযোগিতা পাওয়া দরকার ছিল, সেটুকুও তারা পায়নি। এখনো দেখছি, যারা পঙ্গু এবং আহত হয়েছিল, তাদের চিকিৎসা চূড়ান্ত হয়নি। এই সরকারকে আহ্বান জানাব, আপনারা আপনাদের প্রতিশ্রুতি অনুযায়ী হতাহত পরিবারগুলোকে সহায়তা করেন।’
সভায় প্রধান বক্তা হিসেবে মির্জা ফখরুল আরও বলেন, ‘নিজেকে ধিক্কার দিতে ইচ্ছা করে, আমরা এমন একটা জাতি যে আমরা আমাদের নিজেদের ছেলেদের পুড়িয়ে মারি। আমরা এমন একটা জাতি, রাষ্ট্রের যারা কর্মচারী-কর্মকর্তা, তারা সন্তানদের হত্যা করে, এমনকি পুড়িয়ে হত্যা করে।’
ফখরুল বলেন, ‘আমরা এমন একটা জাতি, চিরদিন ক্ষমতায় টিকে থাকার জন্য এই জাতির নেতারা গুলি করে মানুষকে হত্যা করে, যা হাসিনা করেছে। এখন গোটা জাতি হাসিনার বিচার চায়। হাসিনা পালিয়ে গেছে ভারতে। ভারত তাকে আশ্রয় দিয়েছে। সেখান থেকে তিনি বিভিন্ন অডিও ভার্সনে, কথায়, ভিডিওতে বাংলাদেশে আবারও নৈরাজ্য সৃষ্টি করবার জন্য বিভিন্ন রকম উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে। গোপালগঞ্জে যে অবস্থার সৃষ্টি হয়েছে, সেটা তার উসকানিরই ফল।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘আজকে অনেক কথা হচ্ছে, রাজনৈতিক বাদানুবাদ হচ্ছে। এটা হবেই, গণতন্ত্রে সেটা স্বাভাবিক। তবে এমন কোনো কিছু করবেন না, যাতে আবার গণতন্ত্র ব্যাহত হয়। রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের সেটাই আহ্বান থাকবে। আমাদের আহ্বান থাকবে, ছোটখাটো বিষয়গুলো নিয়ে এমন অবস্থা তৈরি করবেন না, যাতে আবার ফ্যাসিস্ট হাসিনা সুযোগ পায় দেশে ফিরে আসার। আমরা অনুরোধ করব, সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে যে আসুন আমাদের যে সমস্যাগুলো আছে, সেগুলো মিটিয়ে ফেলে আমরা একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাই। নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠিত করি।’
‘নারকীয় জুলাই’ শিরোনামে এ জনসভায় ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমান, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হকসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা।
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন জেলার সাধারণ সম্পাদক নিপুণ রায়। সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারে শহীদদের পরিবারের স্বজনেরা বক্তব্য দেন।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদেশি পিস্তল, গুলিসহ সাইদুর রহমান (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল বুধবার (৩০ জুলাই) দিবাগত ভোররাত সাড়ে ৪টার দিকে দামুড়হুদা উপজেলার দামুড়হুদা সদর ইউনিয়নের দশমী ব্রিজপাড়া থেকে তাঁকে আটক করে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল। এ সময় ওই যুবকের কাছ থেকে একটি বিদ
২ মিনিট আগেরাজশাহীর তানোর উপজেলায় মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে চুরি হয়ে যাওয়া প্রায় ১১ লাখ টাকা। এই টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক যুবককেও। গ্রেপ্তার যুবকের নাম আরজেদ আলী ওরফে কুরহান (৩৫)। তিনি উপজেলার গোয়ালপাড়া জোড়পাড়া গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার দুপুরে কুরহানের বাড়ির পেছনের মাটি খুঁড়ে টাকার ব্যাগ
৪ মিনিট আগেদুপুরের কড়া রোদ পড়ছে সদ্য লাগানো টিনের নতুন বেড়ায়। ঝিলমিল করে উঠছে আলো, যেন ভাঙাচোরা দিনগুলোকে ঢেকে রাখছে এক টুকরো আশ্বাসে। রংপুরের গঙ্গাচড়ার আলদাদপুর ছয়আনি বালাপাড়ায় সেই টিনের ঘরের পাশে দাঁড়িয়ে ষাটোর্ধ্ব কমলা কান্ত বাঁশে বাতা বাঁধছিলেন নিঃশব্দে। ঘর ভাঙার হাহাকার, আর এখন ঘর সাজানোর ঠকঠক শব্দ—এই
৫ মিনিট আগেস্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল হক এ রায় ঘোষণা করেন।
১৯ মিনিট আগে