Ajker Patrika

নাটোরে সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

নাটোর প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নাটোরের বনপাড়া মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল চালকসহ দুজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে। আজ মঙ্গলবার বিকেলের দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পাবনার চাটমহর উপজেলার কেশবপুর এলাকার মৃত আবেদ আলীর ছেলে মোতালেব হোসেন (৪৫) ও একই এলাকার মৃত জয়েন প্রামাণিকের ছেলে শাহ আলম (৪৭)।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকার ১০ নম্বর ব্রিজে দুটি মৃতদেহ পড়ে আছে, এমন সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে। তাদের পকেটে থাকা কাগজপত্র থেকে তাদের পরিচয় জানা গেছে। তবে কোন ধরনের যান তাদের চাপা দিয়েছে তা জানা যায়নি।

তিনি জানান, মহাসড়কের ১০ নম্বর ব্রিজটি নির্জন ও আশপাশে কোনো দোকানপাট নেই। সচরাচর এ ব্রিজ দিয়ে বড় যানবাহন চলে। তাই কোন গাড়ি চাপা দিয়ে চলে গেছে বা নিহত দুজন কোন দিকে যাচ্ছিলেন কিছুই জানা যায়নি। তবে তাদের যে কোন দ্রুতগতির যান চাপা দিয়েছে তা নিশ্চিত। মৃতদেহ দুটি বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত