লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে জমি সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে সাজদার রহমান (৫৫) নামের একজন কৃষক নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ভাই আব্দুর রাজ্জাক (৬০) ও তাঁর ছেলে মুর্শেদকে (৩০) থানায় নিয়েছে পুলিশ।
নিহত কৃষক সাজদার রহমান ও অভিযুক্ত আব্দুর রাজ্জাক দুজনই ওই গ্রামের মৃত তাছের উদ্দিনের ছেলে।
নিহতের স্ত্রী মতিজান বেগম (৪০) বলেন, তার স্বামী সাজদার রহমানের সঙ্গে পৈতৃক সম্পত্তির বণ্টন নিয়ে তাঁর ভাইদের মধ্যে কয়ে কমাস ধরেই বিবাদ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার দুপুরে মহল্লার মসজিদ থেকে বাড়ি ফেরার পথে সাজদার রহমানের সঙ্গে ভাই ও ভাতিজাদের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বড় ভাই আব্দুর রাজ্জাক তাঁকে লাঠি দিয়ে আঘাত করেন। এ সময় সাজদার রহমান অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মমতাজুল হাসান শিমুল বলেন, হৃদ্রোগে আক্রান্ত হয়ে সাজদার রহমানের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালে আসার আগেই তিনি মারা গেছেন। শরীরে কোনো জখম পাওয়া যায়নি।
এ ঘটনায় লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বলেন, ‘এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’
নাটোরের লালপুরে জমি সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে সাজদার রহমান (৫৫) নামের একজন কৃষক নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ভাই আব্দুর রাজ্জাক (৬০) ও তাঁর ছেলে মুর্শেদকে (৩০) থানায় নিয়েছে পুলিশ।
নিহত কৃষক সাজদার রহমান ও অভিযুক্ত আব্দুর রাজ্জাক দুজনই ওই গ্রামের মৃত তাছের উদ্দিনের ছেলে।
নিহতের স্ত্রী মতিজান বেগম (৪০) বলেন, তার স্বামী সাজদার রহমানের সঙ্গে পৈতৃক সম্পত্তির বণ্টন নিয়ে তাঁর ভাইদের মধ্যে কয়ে কমাস ধরেই বিবাদ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার দুপুরে মহল্লার মসজিদ থেকে বাড়ি ফেরার পথে সাজদার রহমানের সঙ্গে ভাই ও ভাতিজাদের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বড় ভাই আব্দুর রাজ্জাক তাঁকে লাঠি দিয়ে আঘাত করেন। এ সময় সাজদার রহমান অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মমতাজুল হাসান শিমুল বলেন, হৃদ্রোগে আক্রান্ত হয়ে সাজদার রহমানের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালে আসার আগেই তিনি মারা গেছেন। শরীরে কোনো জখম পাওয়া যায়নি।
এ ঘটনায় লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বলেন, ‘এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’
চট্টগ্রামের রাউজানে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।
২ মিনিট আগেবালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় দুজনকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার বিএনপির ফেসবুক পেজে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিত
২৮ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে মোহাম্মদ জিহাদ (১০) নামের এক শিশুর লাশের ময়নাতদন্ত করায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফের বিরুদ্ধে মানববন্ধন করেছেন শিশুর পরিবার ও এলাকাবাসী। আজ মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার মইজ্জারটেক চত্বরে মানববন্ধন করা হয়।
৩৩ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাটিভর্তি ডাম্প ট্রাকের চাপায় মো. ফেরদৌস (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ্-বাংলার ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে