নওগাঁ প্রতিনিধি
নাশকতা ঠেকাতে রাতে নওগাঁ জেলার সব ভোটকেন্দ্রে আনসার-ভিডিপি সদস্য দিয়ে পাহারার ব্যবস্থা করা হয়েছে। পাহারায় গ্রাম পুলিশ ও স্কুলের নৈশ্য প্রহরীরাদেরও যুক্ত করা হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় নওগাঁ জেলা প্রশাসক মো. গোলাম মওলা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যমকে বলেন, ‘আগামীকাল (শনিবার) থেকে ভোট কেন্দ্রেগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাবেন। তবে আজকে একটি সভা করে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী-ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য যেসব আনসার–ভিডিপি নিয়োগ পেয়েছে, তাদের মধ্যে বাইরে যারা প্রশিক্ষণপ্রাপ্ত, এমন সদস্যদের আজ (শুক্রবার) রাত থেকেই ভোটকেন্দ্রে পাহারার জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।’
মো. গোলাম মাওলা বলেন, ‘জেলার মোট ৬৫০টি ভোটকেন্দ্রের প্রত্যেকটিতে পাঁচজন করে আনসার আজ (শুক্রবার) রাতেই নিয়োগ করা হয়েছে। তারা ইতিমধ্যেই কেন্দ্রে চলে গিয়েছে এবং রাত থেকে ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবে। তাদের সঙ্গে কেন্দ্রে প্রতি এক থেকে দুজন করে গ্রাম পুলিশ থাকবে।
এ ছাড়া স্কুলের ভোটকেন্দ্রে যেসব নাইট গার্ড আছে তাদেরও আজকে রাতে সশস্ত্র আনসার ও গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে পাহারায় রাখা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি কেন্দ্রে আটজন করে পাহারাদার আজকে রাতে থাকার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।’
জেলা প্রশাসক আরও বলেন, ‘একটা গ্রুপ আছে, যারা ভোটকে বানচাল করতে চায়। তারা মানুষের মনে ভীতি সৃষ্টি করতে চায়। ভোটকেন্দ্রে যাতে কেউ নাশকতা না করতে পারে সে জন্য রাতে পাহারার এই ব্যবস্থা করা হয়েছে। আমরা যেকোনো মূল্যে নওগাঁকে সুরক্ষিত রাখার জন্য বদ্ধপরিকর।’
এদিকে ভোটকেন্দ্রে পাহারার বিষয়টি সরেজমিন দেখতে আজ (শুক্রবার) রাত সাড়ে ৮টায় শহর এলাকার ভোটকেন্দ্র নওগাঁ জিলা স্কুলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। স্কুলের প্রধান ফটকে তালাবদ্ধ ছিল। ডাকাডাকি করেও কোনো সাড়া মেলেনি।
নাশকতা ঠেকাতে রাতে নওগাঁ জেলার সব ভোটকেন্দ্রে আনসার-ভিডিপি সদস্য দিয়ে পাহারার ব্যবস্থা করা হয়েছে। পাহারায় গ্রাম পুলিশ ও স্কুলের নৈশ্য প্রহরীরাদেরও যুক্ত করা হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় নওগাঁ জেলা প্রশাসক মো. গোলাম মওলা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যমকে বলেন, ‘আগামীকাল (শনিবার) থেকে ভোট কেন্দ্রেগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাবেন। তবে আজকে একটি সভা করে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী-ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য যেসব আনসার–ভিডিপি নিয়োগ পেয়েছে, তাদের মধ্যে বাইরে যারা প্রশিক্ষণপ্রাপ্ত, এমন সদস্যদের আজ (শুক্রবার) রাত থেকেই ভোটকেন্দ্রে পাহারার জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।’
মো. গোলাম মাওলা বলেন, ‘জেলার মোট ৬৫০টি ভোটকেন্দ্রের প্রত্যেকটিতে পাঁচজন করে আনসার আজ (শুক্রবার) রাতেই নিয়োগ করা হয়েছে। তারা ইতিমধ্যেই কেন্দ্রে চলে গিয়েছে এবং রাত থেকে ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবে। তাদের সঙ্গে কেন্দ্রে প্রতি এক থেকে দুজন করে গ্রাম পুলিশ থাকবে।
এ ছাড়া স্কুলের ভোটকেন্দ্রে যেসব নাইট গার্ড আছে তাদেরও আজকে রাতে সশস্ত্র আনসার ও গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে পাহারায় রাখা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি কেন্দ্রে আটজন করে পাহারাদার আজকে রাতে থাকার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।’
জেলা প্রশাসক আরও বলেন, ‘একটা গ্রুপ আছে, যারা ভোটকে বানচাল করতে চায়। তারা মানুষের মনে ভীতি সৃষ্টি করতে চায়। ভোটকেন্দ্রে যাতে কেউ নাশকতা না করতে পারে সে জন্য রাতে পাহারার এই ব্যবস্থা করা হয়েছে। আমরা যেকোনো মূল্যে নওগাঁকে সুরক্ষিত রাখার জন্য বদ্ধপরিকর।’
এদিকে ভোটকেন্দ্রে পাহারার বিষয়টি সরেজমিন দেখতে আজ (শুক্রবার) রাত সাড়ে ৮টায় শহর এলাকার ভোটকেন্দ্র নওগাঁ জিলা স্কুলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। স্কুলের প্রধান ফটকে তালাবদ্ধ ছিল। ডাকাডাকি করেও কোনো সাড়া মেলেনি।
দেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
৩ মিনিট আগেদুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
৩৩ মিনিট আগেরাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
১ ঘণ্টা আগেমাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
২ ঘণ্টা আগে