তানোর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর তানোর উপজেলার আসন্ন ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর পোস্টারে আওয়ামী লীগের স্লোগান 'জয় বাংলা-জয় বঙ্গবন্ধু' ব্যবহার করার অভিযোগ উঠেছে। আগামী ১১ নভেম্বর উপজেলার সরনজাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করা স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান সরকার সাঈদের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে।
এ দিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আব্দুল মালেক রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাচন অফিসারকে এরই মধ্যে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন।
আব্দুল মালেক বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাইদুর রহমান সরকার সাঈদ নির্বাচন করছেন অথচ তাঁর পোস্টারে দলীয় স্লোগান ব্যবহার করছেন। এটা মোটেও আইনসংগত নয়। এতে নৌকার ভোটাররা বিভ্রান্ত হচ্ছেন বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে রোববার স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান সরকার সাঈদের সঙ্গে কথা বলতে মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি এ প্রতিবেদকের ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সাঈদের অনুসারী ও উপজেলা ছাত্রলীগের এক নেতা বলেন, এ স্লোগান মুক্তিযুদ্ধের স্লোগান। দল ভুল প্রার্থীকে নৌকা দিয়েছে, তাই উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী সাঈদ নির্বাচনে অংশ নিয়েছেন। এ ক্ষেত্রে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে তিনি তাঁর নির্বাচনী পোস্টারে এই স্লোগান দিয়েছেন। স্লোগান ব্যবহারে কোনো দোষ দেখছেন না বলেও দাবি করেন ওই ছাত্রলীগ নেতা।
অভিযোগপত্র প্রাপ্তি স্বীকার করে সরনজাই ইউনিয়নের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা বলেন, এরই মধ্যে স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান সরকার সাঈদকে এ ধরনের সব পোস্টার নামিয়ে নেওয়ার জন্য একাধিকবার অনুরোধ করা হয়েছে। কথা না মানলে প্রয়োজনে নিয়ম অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ বলেন, অবশ্যই স্বতন্ত্র প্রার্থী দলীয় কোনো পদপদবি কিংবা স্লোগান ব্যবহার করতে পারবেন না। বিষয়টি নিয়ে রিটার্নিং অফিসারের সঙ্গে কথা হয়েছে।
৮ হাজার ১২১ জন ভোটারের সরনজাই ইউনিয়নে আসন্ন ভোটে স্বতন্ত্র প্রার্থী ‘মোটরসাইকেল’ প্রতীকের সাইদুর রহমান সরকার সাঈদ ছাড়াও নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে লড়ছেন বর্তমান চেয়ারম্যান আব্দুল মালেক। এ ছাড়া ‘চশমা’ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক এবং ‘আনারস’ প্রতীকে লড়ছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান এবং ‘হাতপাখা’ প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সাফিউল ইসলাম। এ ইউনিয়নে সাধারণ সদস্য (মেম্বার) পদে ২৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন প্রার্থী ভোটের মাঠে লড়ছেন।
রাজশাহীর তানোর উপজেলার আসন্ন ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর পোস্টারে আওয়ামী লীগের স্লোগান 'জয় বাংলা-জয় বঙ্গবন্ধু' ব্যবহার করার অভিযোগ উঠেছে। আগামী ১১ নভেম্বর উপজেলার সরনজাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করা স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান সরকার সাঈদের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে।
এ দিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আব্দুল মালেক রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাচন অফিসারকে এরই মধ্যে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন।
আব্দুল মালেক বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাইদুর রহমান সরকার সাঈদ নির্বাচন করছেন অথচ তাঁর পোস্টারে দলীয় স্লোগান ব্যবহার করছেন। এটা মোটেও আইনসংগত নয়। এতে নৌকার ভোটাররা বিভ্রান্ত হচ্ছেন বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে রোববার স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান সরকার সাঈদের সঙ্গে কথা বলতে মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি এ প্রতিবেদকের ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সাঈদের অনুসারী ও উপজেলা ছাত্রলীগের এক নেতা বলেন, এ স্লোগান মুক্তিযুদ্ধের স্লোগান। দল ভুল প্রার্থীকে নৌকা দিয়েছে, তাই উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী সাঈদ নির্বাচনে অংশ নিয়েছেন। এ ক্ষেত্রে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে তিনি তাঁর নির্বাচনী পোস্টারে এই স্লোগান দিয়েছেন। স্লোগান ব্যবহারে কোনো দোষ দেখছেন না বলেও দাবি করেন ওই ছাত্রলীগ নেতা।
অভিযোগপত্র প্রাপ্তি স্বীকার করে সরনজাই ইউনিয়নের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা বলেন, এরই মধ্যে স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান সরকার সাঈদকে এ ধরনের সব পোস্টার নামিয়ে নেওয়ার জন্য একাধিকবার অনুরোধ করা হয়েছে। কথা না মানলে প্রয়োজনে নিয়ম অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ বলেন, অবশ্যই স্বতন্ত্র প্রার্থী দলীয় কোনো পদপদবি কিংবা স্লোগান ব্যবহার করতে পারবেন না। বিষয়টি নিয়ে রিটার্নিং অফিসারের সঙ্গে কথা হয়েছে।
৮ হাজার ১২১ জন ভোটারের সরনজাই ইউনিয়নে আসন্ন ভোটে স্বতন্ত্র প্রার্থী ‘মোটরসাইকেল’ প্রতীকের সাইদুর রহমান সরকার সাঈদ ছাড়াও নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে লড়ছেন বর্তমান চেয়ারম্যান আব্দুল মালেক। এ ছাড়া ‘চশমা’ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক এবং ‘আনারস’ প্রতীকে লড়ছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান এবং ‘হাতপাখা’ প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সাফিউল ইসলাম। এ ইউনিয়নে সাধারণ সদস্য (মেম্বার) পদে ২৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন প্রার্থী ভোটের মাঠে লড়ছেন।
চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) খাল খননের প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কার্যাদেশ অনুযায়ী মাটি না কেটে কাজ শেষ করেছেন ঠিকাদার। এ ব্যাপারে সংস্থার চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগেকিশোরগঞ্জে বজ্রপাতে মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়েছে ৷ গত ২৩ দিনে জেলায় শিক্ষার্থী, কৃষকসহ বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কৃষকের সংখ্যা বেশি। আবহাওয়াবিদেরা বলছেন, খোলা স্থানে কাজ করা মানুষ বজ্রপাতে বেশি মারা যাচ্ছে; বিশেষ করে হাওরাঞ্চলে খোলা জায়গায় মানুষজন কাজ করার কারণে সেখানে হতাহতের...
৪ ঘণ্টা আগেপিরোজপুরে ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালু করতে ৯ তলা ভবনের নির্মাণকাজ শেষ হয় প্রায় দেড় বছর আগে। কিন্তু বিদ্যুতের সংযোগ এখনো দেওয়া হয়নি এবং বসেনি লিফট। এতে করে পুরোনো ভবনে ১০০ শয্যা নিয়ে চলছে সেবা কার্যক্রম। সেখানে অধিকাংশ সময় রোগী ভর্তি থাকে ধারণক্ষমতার দ্বিগুণ। শয্যা না পেয়ে রোগীদের থাকতে হচ্ছে...
৪ ঘণ্টা আগেবাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম পথিকৃৎ নভেরা আহমেদ। গত শতকের ষাটের দশকে তখনকার পূর্ববঙ্গে ভাস্কর্য শিল্পকে পরিচিত করে তোলার কাজটি শুরু করেছিলেন নিজের ভিন্নধর্মী কাজ দিয়ে। নিভৃতচারী এ শিল্পী একপর্যায়ে স্থায়ীভাবে পাড়ি জমান অন্যতম শিল্পতীর্থ ফ্রান্সে। নারী এই ভাস্করকে নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন...
৪ ঘণ্টা আগে