Ajker Patrika

লোকসংস্কৃতির বাহক সাঈদ হোসেন দুলাল মারা গেছেন

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 
লোকসংস্কৃতির বাহক সাঈদ হোসেন দুলাল মারা গেছেন

বাংলাদেশ গ্রাম থিয়েটারের সহসভাপতি, লোকসংস্কৃতির বাহক ও নাট্য গবেষক কাজি সাঈদ হোসেন দুলাল (৬১) মারা গেছেন। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে এলাকায় ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সাঈদ হোসেন দুলালের বড় ভাই মুক্তিযোদ্ধা কাজি কামাল হোসেন। তিনি বলেন, বুধবার বিকেল ৫টার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করেন। এরপর বাড়ির লোকজন তাঁকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা দুলালকে মৃত ঘোষণা করেন। 

কাজি সাঈদ হোসেনের বাড়ি পুঠিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে। পরিবারের ৬ ভাই-বোনের মধ্যে দুলাল চতুর্থ। 

এদিকে কাজি সাঈদ হোসেন দুলালের মৃত্যুর খবর মুহূর্তের মধ্যে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। তাঁকে শেষবারের মতো এক নজর দেখতে স্থানীয় সাংস্কৃতিক, রাজনৈতিক ও সাধারণ মানুষ বাড়িতে ভিড় করেন। 

উল্লেখ্য, কাজি সাঈদ হোসেন দুলাল ১৯৮০ সালে চাকরি নেন খাদ্য বিভাগের দারোয়ান পদে। গ্রাম থিয়েটার আন্দোলনের সুবাদে ১৯৮৩ সালে তাঁর পরিচয় হয় নাট্যকার সেলিম আল দীন ও নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর সঙ্গে। ১৯৮৭ সালে তিনি পুঠিয়া থিয়েটার প্রতিষ্ঠা করেন। ১৯৮৮ সালে গাইবান্ধার যমুনার চরে নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর সঙ্গে বাংলার ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির ধারায় আধুনিক নাটকের উপাদান হিসেবে ঐতিহ্যবাহী লোকনাট্য নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেন। শুরু করেন বিলুপ্ত লোকনাট্যের সংগ্রহ ও সংরক্ষণ, বিলুপ্তপ্রায় লোকনাট্য দল পুনর্গঠন ও পরিবেশনা। এরই মধ্যে চারণ গায়কদের মুখে মুখে রচিত ৩৫টি লোকপালার পাণ্ডুলিপি তৈরি করেছেন তিনি। কাজ করেছেন দেশের ৮৫টি লোকপালার দলের সঙ্গে। এই দলগুলোর বেশ কয়েকটিকে বিলুপ্তপ্রায় অবস্থা থেকে পুনর্গঠন করেছেন তিনি। এসব দলের পরিবেশনায় তিনি পুঠিয়ায় গত ২১ বছরে ১৩ বার বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় অনুষ্ঠান জাতীয় লোকনাট্য উৎসব করেছেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির লোকনাট্য পদক-২০১০ সহ অসংখ্য সম্মাননা পদক  পেয়েছেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত