Ajker Patrika

জুলাই অভ্যুত্থানে শহীদের মেয়েকে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ১২ মে ২০২৫, ১১: ১২
গ্রেপ্তার আসামি। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার আসামি। ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শহীদের মেয়েকে পটুয়াখালীর দুমকিতে ধর্ষণ মামলার পলাতক আসামি এক কিশোরকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেল ৫টার দিকে বরিশাল জেলার এয়ারপোর্ট থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পটুয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়। সে দীর্ঘদিন আত্মগোপনে ছিল এবং বারবার অবস্থান পরিবর্তন করছিল, যাতে গ্রেপ্তার এড়াতে পারে।

জানতে চাইলে পটুয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সাজেদুল ইসলাম বলেন, ‘পলাতক আসামিকে গ্রেপ্তারে আমাদের একাধিক টিম ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছিল। অবশেষে সফলভাবে তাকে আটক করা সম্ভব হয়েছে। ভিকটিমের পরিবার ও জনগণ যাতে ন্যায়বিচার পায়, সে জন্য আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলার তদন্ত ও কার্যক্রম পরিচালনা করছি।’

উল্লেখ, ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে পুলিশের গুলিতে মারা যান ভুক্তভোগীর বাবা। এদিকে ১৮ মার্চ সন্ধ্যায় বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি ফেরার পথে দুমকির রাজগঞ্জ গ্রামে তাকে দলবদ্ধ ধর্ষণ করা হয়। পরদিন মেয়েটি বাদী হয়ে দুমকি থানায় মামলা করে। তদন্তকালে গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে ওই কিশোরের জড়িত থাকার তথ্য উঠে আসে। তার পর থেকে তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে আসছিল।

এদিকে ঘটনার প্রায় এক মাস পর গত ২৬ এপ্রিল রাত ১০টার দিকে রাজধানীর শেখেরটেক এলাকার একটি ভাড়া বাসা থেকে ভুক্তভোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার মরদেহ গ্রামের বাড়িতে বাবার কবরের পাশে দাফন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পানছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও করলেন ক্ষুব্ধ গ্রাহকেরা

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে সহিংসতায় নিহতদের ময়নাতদন্ত কেন হয়নি, ব্যাখ্যা দিল হাসপাতাল কর্তৃপক্ষ

‘ক্ষমা না চাইলে এনসিপিকে ফেনীতে ঢুকতে দেওয়া হবে না’

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু

ইতিহাসে প্রথম আপিল বিভাগে চেম্বার আদালত বেড়ে দুটি হলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত