Ajker Patrika

‘স্বপ্নে’ চাকরি পেলেন বগুড়ার সেই আলমগীর

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০০: ০১
‘স্বপ্নে’ চাকরি পেলেন বগুড়ার সেই আলমগীর

রিটেইল চেইন ‘স্বপ্ন’-এ চাকরি হয়েছে ভাতের বিনিময়ে পড়াতে চাওয়া সেই আলমগীর কবিরের। আজ বুধবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর উপস্থিতিতে আলমগীর কবিরের হাতে নিয়োগপত্র হস্তান্তর করেন স্বপ্ন-এর রিটেইল এক্সপানশন বিভাগের পরিচালক মো. সামসুদ্দোহা শিমুল।

পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর উদ্যোগে আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গৃহশিক্ষক আলমগীর কবিরের চাকরির ব্যবস্থা করা হয়। বাংলাদেশের বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান রিটেল চেইন ‘স্বপ্ন’-এর রিসার্চ অ্যাসোসিয়েট পদে তাঁকে চাকরি প্রদান করেন স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির। আজ বুধবার সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর উপস্থিতিতে আলমগীর কবিরের হাতে নিয়োগপত্র হস্তান্তর করেন মো. সামসুদ্দোহা শিমুল।

এর আগে দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন পুলিশ সুপার।  

দুপুর ১২টার দিকে আলমগীর কবির বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যান। সেখানে প্রায় দুই ঘণ্টা আলমগীরের সঙ্গে কথা বলেন এসপি। এ সময় তাঁর কাছে থেকে বিস্তারিত কথাবার্তা শোনেন এসপি সুদীপ কুমার চক্রবর্ত্তী। 

এসপি আজকের পত্রিকাকে বলেন, ‘কথা বলার জন্য তাঁকে আমার কার্যালয়ে ডেকেছি। কথা বলে মনে হয়েছে, তাঁর চাকরি দরকার।’   

সুদীপ কুমার চক্রবর্ত্তী আরও বলেন, ‘আপাতত পোস্টার ছাপানোর ব্যাপারে তাঁর কোনো অসৎ উদ্দেশ্য ছিল বলে মনে হচ্ছে না। আমার কাছে মনে হয়েছে, তিনি মানসিকভাবে স্ট্যাবল না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত