Ajker Patrika

বড়াইগ্রামে দেয়ালচাপায় শিশুর মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 
বিথি খাতুন। ছবি: সংগৃহীত
বিথি খাতুন। ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে বাড়ির ধসে পড়া দেয়ালের চাপায় বিথি খাতুন (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের আগ্রান গ্রামে এ ঘটনা ঘটে। বিথি ওই এলাকার কৃষক আবু বক্করের বড় মেয়ে। সে স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ওই বিদ্যালয়ের শিক্ষক সেলিম রেজা জানান, সন্ধ্যায় প্রবল ঝড় ও ভারী বৃষ্টি শুরু হয়। সে সময় বিথি বাড়ির ওই দেয়ালের পাশে থাকা নলকূপে হাত-পা ধুতে যায়। হঠাৎ করেই পুরোনো ও দুর্বল দেয়ালটি ধসে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে বিথি। তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিথির চাচাতো ভাই আব্দুল হালিম বলেন, বিথি খাতুন ছিল বাবা-মায়ের বড় সন্তান। তার ছোট ভাই রয়েছে। বাবা-মায়ের বড় সন্তান হওয়ায় আদরেই বড় হচ্ছিল। কিন্তু কী থেকে কী ঘটে গেল।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত