Ajker Patrika

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১৪: ২৫
হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মো. সাদির আহমেদ ভুলু নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারের নিজ বাসভবনে তিনি মারা যান। তিনি ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তাঁর ছেলে ফিরোজ কবির সুমন বলেন, ‘গ্রামের একটি তাফসির মাহফিল থেকে ফিরে রাতে বাসায় ছিলেন বাবা। পরে ভোররাতে ফজরের নামাজের জন্য অজু করতে গিয়ে বাথরুমেই হার্ট অ্যাটাক করে সেখানেই পড়ে যান তিনি। এ সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি হৃদ্‌রোগের সমস্যায় ভুগছিলেন। বিকেল ৪টায় খলসী গোরস্থানে তাঁকে দাফন করা হবে।’

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ বহু আত্মীয় রেখে গেছেন। তিনি ফতেপুর ইউপিতে তিনবার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত