Ajker Patrika

সলঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতিনিধি
আপডেট : ১০ মে ২০২১, ২১: ৫০
সলঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

উল্লাপাড়া (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ১২টায় এই ঘটনা ঘটে।

নিহতেরা হলো সলঙ্গা ইউনিয়নের নতুনপাড়া গ্রামের মোস্তফা আলীর ছেলে হাসান আলী (৫) ও এরান্দহ গ্রামের কামরুল ইসলামের ছেলে জিহাদ হোসেন (৬)।

নিহত শিশুদের স্বজনেরা জানান, তারা দুজন বাড়ির পাশে খেলতে গিয়েছিল। পরে বাড়ির লোকজন তাদের অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। বেলা ৩টার দিকে তাদের লাশ পুকুরে ভেসে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাপস তাদের মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত