Ajker Patrika

ইসলামি জলসা থেকে বাড়ি পৌঁছে দেওয়ার সময় তরুণীকে ধর্ষণ, থানায় মামলা

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
ইসলামি জলসা থেকে বাড়ি পৌঁছে দেওয়ার সময় তরুণীকে ধর্ষণ, থানায় মামলা

নাটোরের নলডাঙ্গায় ইসলামি জলসা থেকে বাড়ি পৌঁছে দেওয়ার সময় তরুণীকে (১৯) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে বন্ধুর বিরুদ্ধে। গতকাল শনিবার এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা থানায় মামলা করেছেন। আজ রোববার দুপুরে ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

এর আগে গত শুক্রবার রাতে উপজেলার এক বাগানে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রুবেল হোসেন (৩০) ওই উপজেলার বাসিন্দা। 

নলডাঙ্গা থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৭ মে শুক্রবার তেলকুপি উচ্চবিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত ইসলামি জলসা শুনতে গিয়েছিল ওই তরুণী ও তাঁর এক বান্ধবী। জলসা থেকে তরুণীকে ভ্যানে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলেন বন্ধু রুবেল হোসেন ও তার দুই সহযোগী। রুবেল একটি নির্জন আম বাগানে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে রুবেলের আরও দুই সহযোগী ওই তরুণীকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণের চেষ্টা করার সময় চিৎকার করলে আশপাশের লোকজন চলে আসে। পরে তারা পালিয়ে যায়। 

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোরুজ্জামান বলেন, নির্যাতিত ওই তরুণী বিবাহিত। রুবেলসহ তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে নলডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিরা পলাতক রয়েছেন তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত