আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বীর মুক্তিযোদ্ধা শ্বশুরকে নিজের বাবা বানিয়ে কোটায় চাকরি নেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি হলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের অফিস সহায়ক শামীম হোসেন। গত বুধবার তাঁকে লিখিতভাবে এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বগুড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়।
জানা গেছে, কাহালু উপজেলার নারহট্ট মাধব বাঁকা গ্রামের মৃত করমতুল্লাহর ছেলে শামীম হোসেন বগুড়া আদালতের মুহুরি ছিলেন। এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়ার মেয়ে ফেন্সি খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরির জন্য শ্বশুর সোনা মিয়াকে নিজের বাবা বানিয়ে ভুয়া শিক্ষাসনদ ও জাতীয় পরিচয়পত্র তৈরি করেন। সেখানে পিতা মৃত করমতুল্লাহ এর স্থানে শ্বশুর বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়ার নাম দিয়ে দেন। শুধু তা-ই নয় চাকরির সময় পুলিশ ভেরিফিকেশন রিপোর্টও তাঁর পক্ষে নেন। এরপর সোনা মিয়ার ছেলে সেজে ২০১০ সালের নভেম্বরে মুক্তিযোদ্ধা কোটায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অফিস সহায়কের চাকরি পান তিনি। তবে শ্বশুরকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধার কোটায় চাকরি নেওয়ার বিষয়টি জানাজানি হলে সম্প্রতি তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
কাহালু উপজেলার মাধব বাঁকা গ্রামের বাসিন্দা মাসুদ রানা বলেন, ‘শামীম ছোটবেলা থেকে বাটপার প্রকৃতির ছেলে। তাকে শুধু সাময়িক বরখাস্ত করলে হবে না। তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। যাতে করে কেউ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়।’
সাময়িক বরখাস্ত হওয়া শামীম হোসেনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও ফোন বন্ধ থাকায় তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। বরখাস্ত হওয়ার পর থেকে শামীম হোসেনকে কাহালু ও দুপচাঁচিয়ার কোথাও দেখা যায়নি।
দুপচাঁচিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের সহকারী প্রকৌশলী শাকিউল ইসলাম বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা শ্বশুরকে বাবা বানিয়ে চাকরি নেওয়ার তথ্য জানার পর শামীম হোসেনের সকল কাগজপত্র পুনরায় যাচাই করা হয়। পরে এই অভিযোগের সত্যতা পাওয়া যায়।’
রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম শামীম আহমেদ বলেন, ‘অফিস সহায়ক শামীম হোসেনের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তী সময়ে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।’
বীর মুক্তিযোদ্ধা শ্বশুরকে নিজের বাবা বানিয়ে কোটায় চাকরি নেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি হলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের অফিস সহায়ক শামীম হোসেন। গত বুধবার তাঁকে লিখিতভাবে এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বগুড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়।
জানা গেছে, কাহালু উপজেলার নারহট্ট মাধব বাঁকা গ্রামের মৃত করমতুল্লাহর ছেলে শামীম হোসেন বগুড়া আদালতের মুহুরি ছিলেন। এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়ার মেয়ে ফেন্সি খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরির জন্য শ্বশুর সোনা মিয়াকে নিজের বাবা বানিয়ে ভুয়া শিক্ষাসনদ ও জাতীয় পরিচয়পত্র তৈরি করেন। সেখানে পিতা মৃত করমতুল্লাহ এর স্থানে শ্বশুর বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়ার নাম দিয়ে দেন। শুধু তা-ই নয় চাকরির সময় পুলিশ ভেরিফিকেশন রিপোর্টও তাঁর পক্ষে নেন। এরপর সোনা মিয়ার ছেলে সেজে ২০১০ সালের নভেম্বরে মুক্তিযোদ্ধা কোটায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অফিস সহায়কের চাকরি পান তিনি। তবে শ্বশুরকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধার কোটায় চাকরি নেওয়ার বিষয়টি জানাজানি হলে সম্প্রতি তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
কাহালু উপজেলার মাধব বাঁকা গ্রামের বাসিন্দা মাসুদ রানা বলেন, ‘শামীম ছোটবেলা থেকে বাটপার প্রকৃতির ছেলে। তাকে শুধু সাময়িক বরখাস্ত করলে হবে না। তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। যাতে করে কেউ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়।’
সাময়িক বরখাস্ত হওয়া শামীম হোসেনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও ফোন বন্ধ থাকায় তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। বরখাস্ত হওয়ার পর থেকে শামীম হোসেনকে কাহালু ও দুপচাঁচিয়ার কোথাও দেখা যায়নি।
দুপচাঁচিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের সহকারী প্রকৌশলী শাকিউল ইসলাম বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা শ্বশুরকে বাবা বানিয়ে চাকরি নেওয়ার তথ্য জানার পর শামীম হোসেনের সকল কাগজপত্র পুনরায় যাচাই করা হয়। পরে এই অভিযোগের সত্যতা পাওয়া যায়।’
রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম শামীম আহমেদ বলেন, ‘অফিস সহায়ক শামীম হোসেনের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তী সময়ে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।’
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
৪ ঘণ্টা আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
৪ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
৪ ঘণ্টা আগে