Ajker Patrika

এইচএসসিতে ফেল থেকে পাস রাজশাহীর ২৪ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
এইচএসসিতে ফেল থেকে পাস রাজশাহীর ২৪ শিক্ষার্থী

এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করেছে রাজশাহী শিক্ষা বোর্ড। এতে ফেল থেকে পাস করেছে ২৪ শিক্ষার্থী। আজ শুক্রবার দুপুরে শিক্ষা বোর্ড থেকে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আজকের পত্রিকাকে বলেন, এবার এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন পড়েছিল ৪২ হাজার ৭৪৬টি। এর মধ্যে ১৩ হাজার ৯১৪ জন শিক্ষার্থীর খাতা পুনর্নিরীক্ষণ করা হয়। এতে রাজশাহী বিভাগের ৮ জেলার ৮৬ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এরমধ্যে ফেল থেকে পাস করেছে ২৪ জন।

আরিফুল ইসলাম বলেন, উত্তরপত্রে দেওয়া নম্বর যোগ করতে ভুল হওয়ায় তারা নম্বর কম পেয়েছিল। পুনর্নিরীক্ষণে তা ঠিক হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাসের হার ছিল ৮১ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ২১ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী।

অনেকে কাঙ্ক্ষিত ফল না পেয়ে গত ১৪ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। পুনর্নিরীক্ষণের পর শুক্রবার এই ফল প্রকাশ করা হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত