Ajker Patrika

আত্রাইয়ে চুরি হওয়া ১৩ গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে

­­­নওগাঁ প্রতিনিধি
আত্রাইয়ে চুরি হওয়া ১৩ গরু উদ্ধার। ছবি: সংগৃহীত
আত্রাইয়ে চুরি হওয়া ১৩ গরু উদ্ধার। ছবি: সংগৃহীত

নওগাঁর আত্রাই থেকে চুরি হওয়া ১৩টি গরু উদ্ধার করেছে জেলা পুলিশ। বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল গফুর শাহের গোয়ালঘর থেকে গরুগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় ছোটন প্রামাণিক (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার দুপুরে জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

১৪ মার্চ গভীর রাতে আত্রাই উপজেলার নৈদিঘী গ্রামের মো. মোরশেদ আলী শেখের বাড়ির গোয়ালঘর থেকে আটটি গরু চুরি হয়। এ ঘটনায় পরদিন তিনি থানায় মামলা করেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. সাফিউল সারোয়ার বলেন, ১৪ মার্চ আত্রাইয়ের নৈদিঘী গ্রামের মো. মোরশেদ আলী শেখের বাড়ি থেকে আটটি গরু চুরির ঘটনায় জেলা পুলিশের একাধিক দল অভিযানে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল শনিবার আত্রাই থানার পুলিশ চুরির সঙ্গে জড়িত ছোটন প্রামাণিককে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির কথা স্বীকার করে গরুগুলোর অবস্থান সম্পর্কে তথ্য দেন।

পুলিশ সুপার বলেন, ছোটনের দেওয়া তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আত্রাই থানার পুলিশের যৌথ অভিযানে বিএনপি নেতা মো. আব্দুল গফুর শাহের গোয়ালঘর থেকে ১৩টি গরু উদ্ধার করা হয়। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

এসপি আরও বলেন, আটক ছোটন প্রামাণিকের বিরুদ্ধে আগেও একটি চুরির মামলা রয়েছে। তিনি বগুড়া, জয়পুরহাট, নওগাঁসহ আশপাশের এলাকায় গরু চুরির মূল হোতা। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনা হবে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত