Ajker Patrika

আত্রাইয়ে আ.লীগের নেতার ওপর দুর্বৃত্তের হামলা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ০১ আগস্ট ২০২৩, ২০: ০৪
আত্রাইয়ে আ.লীগের নেতার ওপর দুর্বৃত্তের হামলা

নওগাঁর আত্রাইয়ে বিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লার ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে নাটোর সদর হাসপাতাল, পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মান্নান মোল্লা উপজেলার সুদরানা গ্রামের মৃত ছোবহান মোল্লার ছেলে। 

বিশা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বলেন, সমসপাড়া বাজারে দলীয় অফিসে একটি জরুরি সভা ছিল। ওই সভায় যোগ দিতে বেলা সাড়ে ১১টার দিকে মান্নান মোল্লা বাড়ি থেকে মোটরসাইকেলে করে অফিসে আসছিলেন। পথে ভাঙ্গাজাঙ্গাল বাজারে পৌঁছালে এলাকার কতিপয় যুবক তাঁর পথরোধ করে এলোপাতাড়ি মারধর করে। এ সময় স্থানীয়দের প্রতিরোধে হামলাকারীরা পালিয়ে যায়। 

পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নাটোর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

তিনি আরও বলেন, মান্নান মোল্লার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে তৎক্ষণাৎ আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সমসপাড়া বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে তা বলতে পারেননি তিনি। 

প্রত্যক্ষদর্শী ও বৈঠাখালি গ্রামের ফিরোজ হোসেন বলেন, ‘একটি কাজে মান্নান মোল্লার বাড়িতে গিয়েছিলাম। একসঙ্গে পৃথক মোটরসাইকেলে সমসপাড়া যাচ্ছিলাম। এ সময় ভাঙ্গাজাঙ্গাল বাজারে পৌঁছালে হামলাকারীরা পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করতে থাকে। রক্তাক্ত অবস্থায় মান্নান মোল্লা দৌড়ে একটি দোকানের ভেতরে আশ্রয় নিলে হামলাকারীরা সেখান থেকে টেনে-হিঁচড়ে বের করে আবারও বেধড়ক মারপিট করে।’ 

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত