শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার খানপুর ইউনিয়নের উত্তর গজারিয়া গ্রামে এই ঘটনা ঘটে। ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।
মৃত ব্যক্তির নাম আশরাফ মুকুল সরকার (৫২)। তিনি উত্তর গজারিয়া গ্রামের সামসুল হক সরকারের ছেলে। তিনি কৃষিকাজ করতেন।
আশরাফের স্ত্রী হোসনে আরা বেগম জানান, অজ্ঞাত একজনের ফোন পেয়ে শুক্রবার রাত ৯টার দিকে তাঁর স্বামী বাড়িতে থেকে বের হন। রাতের খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। ভোরে তিনি লক্ষ্য করেন স্বামী তখনো বাসায় ফেরেনি।
আশরাফের বড় ভাই রবিউল করিম চাঁন (৬৩) বলেন, সকালে ভাইয়ের বাড়িতে না ফেরার সংবাদ পেয়ে তিনি খুঁজতে বের হন। এরপর বাড়ির পাশেই এক দোকানের পিছনে বাঁশঝাড়ে তাঁর লাশ দেখতে পান। থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি নিয়ে যায়।
এই মৃত্যুকে হত্যাকন্ড বলে দাবি করেছে তাঁর পরিবারের সদস্যরা। তাঁদের ধারনা, অজ্ঞাত ব্যক্তিরা আশরাফকে হত্যা করে বাঁশঝাড়ে ফেলে রেখেছে।
নিহতের ভাতিজি মৌসুমি আক্তার (৩০) বলেন, ‘আমার চাচা একজন সুস্থ মানুষ। হঠাৎ করে তিনি ওখানে মরে পড়ে থাকতে পারেন না। তাঁর গলা, ঘাড় ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। নাক ও কান দিয়েও রক্ত ঝরতে দেখা গেছে। এ ছাড়া তাঁর সঙ্গে থাকা মোবাইল ফোন ও জুতাও পাওয়া যাচ্ছে না। তাই এটা স্বাভাবিক মৃত্যু হতে পারে না।’
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মেডিকেল প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত বলা যাচ্ছে না। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধিন রয়েছে।
বগুড়ার শেরপুরে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার খানপুর ইউনিয়নের উত্তর গজারিয়া গ্রামে এই ঘটনা ঘটে। ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।
মৃত ব্যক্তির নাম আশরাফ মুকুল সরকার (৫২)। তিনি উত্তর গজারিয়া গ্রামের সামসুল হক সরকারের ছেলে। তিনি কৃষিকাজ করতেন।
আশরাফের স্ত্রী হোসনে আরা বেগম জানান, অজ্ঞাত একজনের ফোন পেয়ে শুক্রবার রাত ৯টার দিকে তাঁর স্বামী বাড়িতে থেকে বের হন। রাতের খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। ভোরে তিনি লক্ষ্য করেন স্বামী তখনো বাসায় ফেরেনি।
আশরাফের বড় ভাই রবিউল করিম চাঁন (৬৩) বলেন, সকালে ভাইয়ের বাড়িতে না ফেরার সংবাদ পেয়ে তিনি খুঁজতে বের হন। এরপর বাড়ির পাশেই এক দোকানের পিছনে বাঁশঝাড়ে তাঁর লাশ দেখতে পান। থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি নিয়ে যায়।
এই মৃত্যুকে হত্যাকন্ড বলে দাবি করেছে তাঁর পরিবারের সদস্যরা। তাঁদের ধারনা, অজ্ঞাত ব্যক্তিরা আশরাফকে হত্যা করে বাঁশঝাড়ে ফেলে রেখেছে।
নিহতের ভাতিজি মৌসুমি আক্তার (৩০) বলেন, ‘আমার চাচা একজন সুস্থ মানুষ। হঠাৎ করে তিনি ওখানে মরে পড়ে থাকতে পারেন না। তাঁর গলা, ঘাড় ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। নাক ও কান দিয়েও রক্ত ঝরতে দেখা গেছে। এ ছাড়া তাঁর সঙ্গে থাকা মোবাইল ফোন ও জুতাও পাওয়া যাচ্ছে না। তাই এটা স্বাভাবিক মৃত্যু হতে পারে না।’
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মেডিকেল প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত বলা যাচ্ছে না। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধিন রয়েছে।
রসুলপুর স্টেশন এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের আটটি চাকা লাইনচ্যুত হয়েছে। আজ শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগেরংপুরের পীরগাছায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে গভীর রাতে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও মারধর করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের ছোট হায়াত খাঁ গ্রামের আব্দুল মোতালেবের বাড়িতে এ ঘটনা ঘটে।
৪১ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুরে আল আমিন হত্যাকাণ্ডে দুই আসামিকে ভোলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার (১৮ জুলাই) রাতে ভোলার চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার (১৯ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৮ ভোলা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট মো.
৪৪ মিনিট আগেসাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বিএনপি মুখে ইসলামিক দল না বললেও, কার্যত বিএনপিই দেশের সবচেয়ে ইসলামি মূল্যবোধসম্পন্ন রাজনৈতিক দল। ধর্মীয় মূল্যবোধ রক্ষায় যা যা প্রয়োজন, বিএনপিই তা করে এসেছে এবং ভবিষ্যতেও করে যাবে।
১ ঘণ্টা আগে