শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে মারিয়া বেগম (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের নামাজামুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এদিকে নিহতের স্বামীর দাবি, মারিয়া মানসিকভাবে অসুস্থ ছিলেন।
নিহত ওই গৃহবধূ স্বামীর নাম মো. কাওসার। পেশায় তিনি একজন কৃষক।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) হাসান আলী বলেন, নিহতের স্বামী পুলিশকে বলেন, তাঁর স্ত্রী শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। বুধবার বিকেলে তিনি স্থানীয় বাজারে যান। পরে বিকেল পৌনে ৫টায় বাড়ির লোকজনের মাধ্যমে জানতে পারেন তাঁর স্ত্রী শোয়ারঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত শেষে দাফনের জন্য লাশটি বৃহস্পতিবার বিকেলে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিহত মারিয়া বেগমের মা আঞ্জুয়ারা বেগম বলেন, ‘প্রায় পাঁচ বছর আগে কাওসারের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। আমাদের বাড়ির পাশেই মেয়ের শ্বশুরবাড়ি। বিয়ের পর অন্তত দুই বছর ধরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিল। তার চিকিৎসাও চলছিল।’
উপজেলার কুসুম্বি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহ আলম বলেন, ‘মারিয়ার মৃত্যুর বিষয়টি জেনেছি। বিয়ের পর থেকে ওই নারীর সঙ্গে স্বামীর পরিবারের কোনো মনোমালিন্যের ঘটনা শুনিনি।’
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যু সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বগুড়ার শেরপুরে মারিয়া বেগম (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের নামাজামুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এদিকে নিহতের স্বামীর দাবি, মারিয়া মানসিকভাবে অসুস্থ ছিলেন।
নিহত ওই গৃহবধূ স্বামীর নাম মো. কাওসার। পেশায় তিনি একজন কৃষক।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) হাসান আলী বলেন, নিহতের স্বামী পুলিশকে বলেন, তাঁর স্ত্রী শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। বুধবার বিকেলে তিনি স্থানীয় বাজারে যান। পরে বিকেল পৌনে ৫টায় বাড়ির লোকজনের মাধ্যমে জানতে পারেন তাঁর স্ত্রী শোয়ারঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত শেষে দাফনের জন্য লাশটি বৃহস্পতিবার বিকেলে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিহত মারিয়া বেগমের মা আঞ্জুয়ারা বেগম বলেন, ‘প্রায় পাঁচ বছর আগে কাওসারের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। আমাদের বাড়ির পাশেই মেয়ের শ্বশুরবাড়ি। বিয়ের পর অন্তত দুই বছর ধরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিল। তার চিকিৎসাও চলছিল।’
উপজেলার কুসুম্বি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহ আলম বলেন, ‘মারিয়ার মৃত্যুর বিষয়টি জেনেছি। বিয়ের পর থেকে ওই নারীর সঙ্গে স্বামীর পরিবারের কোনো মনোমালিন্যের ঘটনা শুনিনি।’
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যু সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় এবং আওতাধীন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয়ের সাধারণ প্রশাসনের ১১টি ক্যাটাগরিতে মোট ৪৬টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে গতকাল শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলা শহরের বিভিন্ন কেন্দ্রে আয়োজিত এ পরীক্ষায় প্রায় পাঁচ হাজার চাকরিপ্রত্যাশী
৪ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুরে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে ইউনুস মণ্ডলকে (২৫) গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার আনাইতারা ইউনিয়নের মশাজান গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ফুলমালা (৬০)। তিনি মশাজান গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী। পুলিশ ও পারিবারিক
১৬ মিনিট আগেশাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। আজ শনিবার বিশ্ববিদ্যালয়টির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী হলেও সব আয়োজন বর্জন করে মানববন্ধনে দাঁড়ান তারা।
২১ মিনিট আগেচাঁদপুরের শাহরাস্তি উপজেলার ছায়েদুজ্জামান তানভীর (৮) মাত্র ১৭৫ দিনে (৫ মাস ২৫ দিন) সম্পূর্ণ কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলা সদরের শাহরাস্তি দারুল কোরআন মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তানভীর শাহরাস্তি পৌরসভার নিজমেহার মোল্লা বাড়ির
২৫ মিনিট আগে