সিরাজগঞ্জ প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সিরাজগঞ্জে কলেজছাত্র আসিফ হোসাইন (১৯) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে আসামি হিসেবে আওয়ামী লীগ মনোনীত সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তানভীর শাকিল জয় ও সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরীসহ দলটির ৭৭ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ২০০-৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
আজ রোববার সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে মামলাটি দায়ের করেন নিহত আসিফ হোসাইনের মা আসমানী খাতুন।
সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি হুমায়ুন কবীর কর্নেল এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালত মামলাটি শুনানি করে এফআইআর (এজাহার) হিসেবে অন্তর্ভুক্ত করতে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীরকে নির্দেশ দিয়েছেন।
আসিফ হোসাইন সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা পুনর্বাসন মহল্লার নজরুল ইসলামের ছেলে। তিনি সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জান্নাত আরা হেনরী, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর বারী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল, কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান শিরাজী, কাজীপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুল হান্নান, চৌহালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই ভুট্টো, চৌহালী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কামরুল হায়দার মুন্না, সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক ইউসুফ আলী।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, আসিফ হোসাইন ও তাঁর বন্ধু শাহীন শেখ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় কর্মী ছিল। ২০২৪ সালের ৪ আগস্ট সকালে ছাত্র সমন্বয়কদের ডাকে আসিফ হোসাইন আন্দোলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। শহরের চৌরাস্তা মোড়ে ছাত্র আন্দোলনে অংশ নেয়। দুপুর পর্যন্ত আসিফ অন্য ছাত্রদের সঙ্গে সেখানে উপস্থিত ছিল। বেলা ২টার দিকে শহরের ভিক্টোরিয়া কোয়ার্টার হতে জেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের নেতৃত্বে সব আসামিসহ অজ্ঞাতনামা আসামিরা অবৈধ পিস্তল, শাটারগান, বন্দুক, হাতবোমা, পেট্রলসহ বিভিন্ন অস্ত্র নিয়ে চৌরাস্তা মোড়ে এসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এ সময় ছাত্র-জনতা বিভিন্ন স্থানে ছোটাছুটি করতে থাকে। এ সময় আসামিরা কলেজছাত্র আসিফ হোসাইন ও তাঁর বন্ধু শাহীন শেখকে এলোপাতাড়ি মারধর করে হত্যা করে। পরে তাঁদের লাশ সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী বাড়ির বাথরুমে লুকিয়ে রাখে। পরে গানপাউডার দিয়ে তাঁদের লাশ পুড়িয়ে দেওয়া হয়।
পরে কলেজছাত্র আসিফ হোসাইনের লাশ সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়। লাশ শনাক্তের জন্য পরিবারের সদস্যদের ডিএনএ টেস্ট করা হয়। চলতি বছরের গত ৪ মার্চ আসিফের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সিরাজগঞ্জে কলেজছাত্র আসিফ হোসাইন (১৯) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে আসামি হিসেবে আওয়ামী লীগ মনোনীত সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তানভীর শাকিল জয় ও সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরীসহ দলটির ৭৭ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ২০০-৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
আজ রোববার সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে মামলাটি দায়ের করেন নিহত আসিফ হোসাইনের মা আসমানী খাতুন।
সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি হুমায়ুন কবীর কর্নেল এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালত মামলাটি শুনানি করে এফআইআর (এজাহার) হিসেবে অন্তর্ভুক্ত করতে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীরকে নির্দেশ দিয়েছেন।
আসিফ হোসাইন সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা পুনর্বাসন মহল্লার নজরুল ইসলামের ছেলে। তিনি সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জান্নাত আরা হেনরী, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর বারী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল, কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান শিরাজী, কাজীপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুল হান্নান, চৌহালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই ভুট্টো, চৌহালী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কামরুল হায়দার মুন্না, সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক ইউসুফ আলী।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, আসিফ হোসাইন ও তাঁর বন্ধু শাহীন শেখ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় কর্মী ছিল। ২০২৪ সালের ৪ আগস্ট সকালে ছাত্র সমন্বয়কদের ডাকে আসিফ হোসাইন আন্দোলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। শহরের চৌরাস্তা মোড়ে ছাত্র আন্দোলনে অংশ নেয়। দুপুর পর্যন্ত আসিফ অন্য ছাত্রদের সঙ্গে সেখানে উপস্থিত ছিল। বেলা ২টার দিকে শহরের ভিক্টোরিয়া কোয়ার্টার হতে জেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের নেতৃত্বে সব আসামিসহ অজ্ঞাতনামা আসামিরা অবৈধ পিস্তল, শাটারগান, বন্দুক, হাতবোমা, পেট্রলসহ বিভিন্ন অস্ত্র নিয়ে চৌরাস্তা মোড়ে এসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এ সময় ছাত্র-জনতা বিভিন্ন স্থানে ছোটাছুটি করতে থাকে। এ সময় আসামিরা কলেজছাত্র আসিফ হোসাইন ও তাঁর বন্ধু শাহীন শেখকে এলোপাতাড়ি মারধর করে হত্যা করে। পরে তাঁদের লাশ সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী বাড়ির বাথরুমে লুকিয়ে রাখে। পরে গানপাউডার দিয়ে তাঁদের লাশ পুড়িয়ে দেওয়া হয়।
পরে কলেজছাত্র আসিফ হোসাইনের লাশ সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়। লাশ শনাক্তের জন্য পরিবারের সদস্যদের ডিএনএ টেস্ট করা হয়। চলতি বছরের গত ৪ মার্চ আসিফের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সিলেটে দুই হাজার কেজি ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত তানভীর আলী (২৩) শাহপরান (র.) থানার আটগাঁওয়ের বাসিন্দা। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
৯ মিনিট আগেবরিশাল জেলার আটটি বালুমহল ইজারার দরপত্র জমাদানে বাধা এবং একজনকে তুলে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে তোলপাড় চলছে। এ ঘটনায় বরিশাল মহানগর যুবদল ও স্বেচ্ছাসেবক দল এবং হিজলার বেশ কয়েকজনের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। এঁদের মধ্যে হিজলা উপজেলা বিএনপির সদস্যসচিবসহ তিনজনকে গতকাল সোমবার রাতে আটক করেছে আইনশৃঙ্খলা
১৪ মিনিট আগেরাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পূর্ব অনুমোদন ছাড়া সাজেক ভ্যালিসহ জেলার কোনো স্থানে পর্যটনকেন্দ্র ও বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করা যাবে না। জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম স্বাক্ষরিত এক আদেশে গতকাল সোমবার এ তথ্য জানানো হয়। এর ফলে ২৪ ফেব্রুয়ারি পুড়ে যাওয়া সাজেকে নতুন
১৭ মিনিট আগেদিনাজপুরের নবাবগঞ্জের আফতাবগঞ্জ পুলিশ (ফাঁড়ি) তদন্তকেন্দ্র থেকে পালানোর এক দিন পর বোনের বাসা থেকে মো. রয়েল (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
১৯ মিনিট আগে