Ajker Patrika

থেমে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

প্রতিনিধি, রাজশাহী
আপডেট : ০৯ জুলাই ২০২১, ১৫: ০৭
থেমে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় থেমে থাকা একটি ট্রাকে ধাক্কা দিয়েছে সিএনজিচালিত অটোরিকশা। এতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। আজ শুক্রবার ভোর ৫টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম। 

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা ইউনিয়নের নশিপুর গ্রামের নারায়ণ চৌধুরীর ছেলে মাধব হাওলাদার (৪০) এবং একই ইউনিয়নের পালশা গ্রামের মুখলেসুর রহমানের ছেলে সেলিম হোসেন (৩৫)। এদের মধ্যে সেলিম সিএনজি অটোরিকশার চালক ছিলেন। আর মাধব ছিলেন যাত্রী। তিনি দই বিক্রি করার জন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী যাচ্ছিলেন। 

ওসি কামরুল ইসলাম জানান, গোপালপুরে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় সিএনজি অটোরিকশাটি পেছন থেকে গিয়ে ট্রাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তখন কর্তব্যরত চিকিৎসক অটোরিকশাচালক সেলিমকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া সংকটাপন্ন অবস্থায় অন্য দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসক। সেখানে মাধব মারা যান বলে জানান ওসি। 

ওসি জানান, ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকে চোখ বেঁধে গ্রাহককে হাতুড়িপেটা, পায়ের নখ তোলার চেষ্টা

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’

শুল্ক ছাড়া যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানির সুযোগ পেল ভারত

সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া—শক্তিতে কে বেশি এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত