Ajker Patrika

দারিদ্র্য দমাতে পারেনি মোস্তাকিমকে, রাবিতে ‘বি’ ইউনিটে প্রথম

মিজানুর রহমান, তানোর (রাজশাহী)
আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২০: ৩৭
দারিদ্র্য দমাতে পারেনি মোস্তাকিমকে, রাবিতে ‘বি’ ইউনিটে প্রথম

দারিদ্র্য থামাতে পারেনি মোস্তাকিম আলীকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দারিদ্র্য জয় করে `বি' ইউনিটের গ্রুপ-৩-এ ৮০ দশমিক ৩০ নম্বর পেয়ে প্রথম হয়েছেন তিনি। ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজের ছাত্র মোস্তাকিম রাজশাহীর তানোর উপজেলার বাঁধাইড় ইউনিয়নের বাঁধাইড় মিশন পাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবা সামায়ন আলী পেশায় কাঠমিস্ত্রি। মা মোছা. জোসনা বেগম গৃহিণী।

আজ বুধবার দুপুরে গর্বিত বাবা ফুল দিয়ে শুভেচ্ছা জানান মোস্তাকিমকে।

মোস্তাকিম উপজেলার মুন্ডুমালা সরকারি উচ্চবিদ্যালয় থেকে ২০১৫ সালে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে পাস করেন। এরপর ২০১৭ সালে একই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৪ দশমিক ৫৫ পেয়ে স্থানীয় ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হন। ওই কলেজ থেকেই ২০২০ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪ দশমিক ৮৩ পেয়ে উত্তীর্ণ হন। 

মোস্তাকিম আলী বলেন, `আমি প্রথমেই আমার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাদের সহযোগিতা ছাড়া আমি এত দূর আসতে পারতাম না। কোনো ভর্তি কোচিং বা স্পেশাল প্রাইভেট পড়িনি। তবে আমার স্কুল-কলেজের শিক্ষকেরা আমাকে অনেক সহযোগিতা করেছে।' 

ভবিষ্যৎ স্বপ্নের কথা জানিয়ে মোস্তাকিম বলেন, সবার আগে ভালো মানুষ হতে চাই। নিজ এলাকা ও দেশের জন্য কাজ করতে চাই। সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। 

ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জয়নুল আবেদিন বলেন ‘কলেজে পাঠ্য বইয়ের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শিক্ষকেরা নিবিড়ভাবে তত্ত্বাবধান করেছেন। তাইতো এ ফলাফল করা সম্ভব হয়েছে। ভবিষ্যৎ সময়ে আমরা এটা ধরে রাখতে চাই। কলেজের পড়াশোনার মান উন্নয়নে আমরা কাজ করছি।’

ছেলের এমন সফলতায় উচ্ছ্বসিত বাবা সামায়ন আলী বলেন, পড়ালেখার প্রতি ছোটবেলা থেকেই মোস্তাকিমের ঝোঁক। আমাদের পাশাপাশি স্কুল ও কলেজের শিক্ষকদের দিক-নির্দেশনায় লেখাপড়া করায় এমন সাফল্য পেয়েছে মোস্তাকিম। তার জন্য আমরা গর্বিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত