Ajker Patrika

ক্লাস ফাঁকি দিয়ে পদ্মাপারে আড্ডা, ধরে ধরে অভিভাবক ডাকছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে আটক কয়েকজন শিক্ষার্থী। ছবি: সংগৃহীত
রাজশাহীতে আটক কয়েকজন শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিয়ে রাজশাহীর পদ্মাপারে আড্ডা দেওয়া শিক্ষার্থীদের ধরতে মাঠে নেমেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। তাদের ধরে ধরে ডিবি কার্যালয়ে নিয়ে ডাকা হচ্ছে অভিভাবকদের। আর কখনো ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেবে না, এমন মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। আরএমপির ডিবি পুলিশ গত দুই দিনে এমন ১৯ জনের কাছ থেকে মুচলেকা নিয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ফাঁকি দিয়ে পদ্মাপারে আড্ডা দেওয়া ৯ শিক্ষার্থীকে আটকের পর অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। আজ দুপুর ১২টার দিকে পদ্মারপার থেকে ওই শিক্ষার্থীদের আটক করা হয়।

আগের দিন গতকাল মঙ্গলবার পাঠানো বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ডিবি পুলিশের একটি দল পদ্মারপারের শিমলা পার্ক থেকে ইউনিফর্ম পরা ১০ শিক্ষার্থীকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়। পরে ওই শিক্ষার্থীদের সচেতন হওয়া এবং এর কুফল সম্পর্কে ধারণা দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ক্লাস চলার সময় কিছু শিক্ষার্থী স্কুল-কলেজের ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ও পদ্মারপারে আড্ডা দিচ্ছে। এ ছাড়া কিশোর অপরাধের মতো বিভিন্ন অপরাধে তারা জড়িয়ে পড়ছে। এমন অভিযোগ কিছুদিন থেকেই পাচ্ছেন আরএমপির কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তারই পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশ এই অভিযান শুরু করেছে।

পার্ক ও পদ্মাপারের আড্ডা থামাতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত