আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
ঘুষকে পারিশ্রমিক মনে করা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলামকে অন্যত্র বদলি করা হয়েছে। গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৭ নভেম্বরের মধ্যে শফিকুল ইসলামকে বদলি করা কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় একই তারিখ অপরাহ্ণে তাৎক্ষণিকভাবে তিনি অবমুক্ত হবেন। এর আগে গত ১৮ অক্টোবর আজকের পত্রিকার প্রথম পাতায় ‘ঘুষকে পারিশ্রমিক মনে করেন শিক্ষা কর্মকর্তা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
শফিকুল ইসলামকে বদলির বিষয়টা নিশ্চিত করে জয়পুরহাট জেলা শিক্ষা কর্মকর্তা শিশির কুমার উপাধ্যায় আজকের পত্রিকাকে বলেন, আক্কেলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নওগাঁর রানীনগরে বদলি করা হয়েছে।
শফিকুল ইসলাম উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগসহ অন্যান্য কাজে টাকা নিতেন। কর্মচারী নিয়োগেও মোটা অঙ্কের টাকা নিতেন শফিকুল। এ ছাড়া জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের অনলাইনে এমপিও করতেও তাঁকে টাকা দিতে হতো। শফিকুল ইসলাম অবশ্য ঘুষ নেওয়ার বিষয়টি স্বীকারও করেছিলেন। তবে তিনি ঘুষের টাকাকে পারিশ্রমিক বা সম্মানী বলতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন।
শফিকুল ইসলাম গত ৭ মে আক্কেলপুরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন নিয়োগে ২০ থেকে ৩০ হাজার পর্যন্ত টাকা নিতেন। পরবর্তী সময়ে তাঁদের এবং এনটিআরসিএর নিয়োগপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকেও এমপিও আবেদন অনলাইনে পাঠাতে জনপ্রতি ২ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন।
আক্কেলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম অভিযোগ স্বীকার করে আজকের পত্রিকাকে বলেছিলেন, ‘অনলাইনে এমপিও ফাইল পাঠাতে অফিস সময়ের বাইরেও অনেক পরিশ্রম করতে হয়। এটি একপ্রকার পারিশ্রমিক হিসেবে নেওয়া হয়। নিয়োগের সময় প্রতিষ্ঠানে গেলে তাঁরা আমাদের কিছু সম্মানী দেন, যা ঘুষ নয়।’ তবে তিনি কর্মচারী নিয়োগে কোনো টাকা নেন না বলে দাবি করেছিলেন।
ঘুষকে পারিশ্রমিক মনে করা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলামকে অন্যত্র বদলি করা হয়েছে। গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৭ নভেম্বরের মধ্যে শফিকুল ইসলামকে বদলি করা কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় একই তারিখ অপরাহ্ণে তাৎক্ষণিকভাবে তিনি অবমুক্ত হবেন। এর আগে গত ১৮ অক্টোবর আজকের পত্রিকার প্রথম পাতায় ‘ঘুষকে পারিশ্রমিক মনে করেন শিক্ষা কর্মকর্তা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
শফিকুল ইসলামকে বদলির বিষয়টা নিশ্চিত করে জয়পুরহাট জেলা শিক্ষা কর্মকর্তা শিশির কুমার উপাধ্যায় আজকের পত্রিকাকে বলেন, আক্কেলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নওগাঁর রানীনগরে বদলি করা হয়েছে।
শফিকুল ইসলাম উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগসহ অন্যান্য কাজে টাকা নিতেন। কর্মচারী নিয়োগেও মোটা অঙ্কের টাকা নিতেন শফিকুল। এ ছাড়া জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের অনলাইনে এমপিও করতেও তাঁকে টাকা দিতে হতো। শফিকুল ইসলাম অবশ্য ঘুষ নেওয়ার বিষয়টি স্বীকারও করেছিলেন। তবে তিনি ঘুষের টাকাকে পারিশ্রমিক বা সম্মানী বলতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন।
শফিকুল ইসলাম গত ৭ মে আক্কেলপুরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন নিয়োগে ২০ থেকে ৩০ হাজার পর্যন্ত টাকা নিতেন। পরবর্তী সময়ে তাঁদের এবং এনটিআরসিএর নিয়োগপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকেও এমপিও আবেদন অনলাইনে পাঠাতে জনপ্রতি ২ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন।
আক্কেলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম অভিযোগ স্বীকার করে আজকের পত্রিকাকে বলেছিলেন, ‘অনলাইনে এমপিও ফাইল পাঠাতে অফিস সময়ের বাইরেও অনেক পরিশ্রম করতে হয়। এটি একপ্রকার পারিশ্রমিক হিসেবে নেওয়া হয়। নিয়োগের সময় প্রতিষ্ঠানে গেলে তাঁরা আমাদের কিছু সম্মানী দেন, যা ঘুষ নয়।’ তবে তিনি কর্মচারী নিয়োগে কোনো টাকা নেন না বলে দাবি করেছিলেন।
পুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
১৭ মিনিট আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার রেসিডেনসিয়াল ল্যাবরেটরি কলেজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কলেজের চেয়ারম্যানের যাচ্ছেতাই নিয়মে চলছে প্রতিষ্ঠানটি। দুটি বিষয়ের মাত্র তিনজন শিক্ষক দিয়ে চলছে কলেজটির শিক্ষা কার্যক্রম।
২ ঘণ্টা আগেভারতীয় চেইন হসপিটাল ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের নাম ভাঙিয়ে শতকোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে এএফসি হেলথ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় ‘ফর্টিস’ নামে চারটি শাখা
২ ঘণ্টা আগে