আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
ঘুষকে পারিশ্রমিক মনে করা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলামকে অন্যত্র বদলি করা হয়েছে। গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৭ নভেম্বরের মধ্যে শফিকুল ইসলামকে বদলি করা কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় একই তারিখ অপরাহ্ণে তাৎক্ষণিকভাবে তিনি অবমুক্ত হবেন। এর আগে গত ১৮ অক্টোবর আজকের পত্রিকার প্রথম পাতায় ‘ঘুষকে পারিশ্রমিক মনে করেন শিক্ষা কর্মকর্তা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
শফিকুল ইসলামকে বদলির বিষয়টা নিশ্চিত করে জয়পুরহাট জেলা শিক্ষা কর্মকর্তা শিশির কুমার উপাধ্যায় আজকের পত্রিকাকে বলেন, আক্কেলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নওগাঁর রানীনগরে বদলি করা হয়েছে।
শফিকুল ইসলাম উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগসহ অন্যান্য কাজে টাকা নিতেন। কর্মচারী নিয়োগেও মোটা অঙ্কের টাকা নিতেন শফিকুল। এ ছাড়া জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের অনলাইনে এমপিও করতেও তাঁকে টাকা দিতে হতো। শফিকুল ইসলাম অবশ্য ঘুষ নেওয়ার বিষয়টি স্বীকারও করেছিলেন। তবে তিনি ঘুষের টাকাকে পারিশ্রমিক বা সম্মানী বলতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন।
শফিকুল ইসলাম গত ৭ মে আক্কেলপুরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন নিয়োগে ২০ থেকে ৩০ হাজার পর্যন্ত টাকা নিতেন। পরবর্তী সময়ে তাঁদের এবং এনটিআরসিএর নিয়োগপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকেও এমপিও আবেদন অনলাইনে পাঠাতে জনপ্রতি ২ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন।
আক্কেলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম অভিযোগ স্বীকার করে আজকের পত্রিকাকে বলেছিলেন, ‘অনলাইনে এমপিও ফাইল পাঠাতে অফিস সময়ের বাইরেও অনেক পরিশ্রম করতে হয়। এটি একপ্রকার পারিশ্রমিক হিসেবে নেওয়া হয়। নিয়োগের সময় প্রতিষ্ঠানে গেলে তাঁরা আমাদের কিছু সম্মানী দেন, যা ঘুষ নয়।’ তবে তিনি কর্মচারী নিয়োগে কোনো টাকা নেন না বলে দাবি করেছিলেন।
ঘুষকে পারিশ্রমিক মনে করা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলামকে অন্যত্র বদলি করা হয়েছে। গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৭ নভেম্বরের মধ্যে শফিকুল ইসলামকে বদলি করা কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় একই তারিখ অপরাহ্ণে তাৎক্ষণিকভাবে তিনি অবমুক্ত হবেন। এর আগে গত ১৮ অক্টোবর আজকের পত্রিকার প্রথম পাতায় ‘ঘুষকে পারিশ্রমিক মনে করেন শিক্ষা কর্মকর্তা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
শফিকুল ইসলামকে বদলির বিষয়টা নিশ্চিত করে জয়পুরহাট জেলা শিক্ষা কর্মকর্তা শিশির কুমার উপাধ্যায় আজকের পত্রিকাকে বলেন, আক্কেলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নওগাঁর রানীনগরে বদলি করা হয়েছে।
শফিকুল ইসলাম উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগসহ অন্যান্য কাজে টাকা নিতেন। কর্মচারী নিয়োগেও মোটা অঙ্কের টাকা নিতেন শফিকুল। এ ছাড়া জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের অনলাইনে এমপিও করতেও তাঁকে টাকা দিতে হতো। শফিকুল ইসলাম অবশ্য ঘুষ নেওয়ার বিষয়টি স্বীকারও করেছিলেন। তবে তিনি ঘুষের টাকাকে পারিশ্রমিক বা সম্মানী বলতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন।
শফিকুল ইসলাম গত ৭ মে আক্কেলপুরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন নিয়োগে ২০ থেকে ৩০ হাজার পর্যন্ত টাকা নিতেন। পরবর্তী সময়ে তাঁদের এবং এনটিআরসিএর নিয়োগপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকেও এমপিও আবেদন অনলাইনে পাঠাতে জনপ্রতি ২ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন।
আক্কেলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম অভিযোগ স্বীকার করে আজকের পত্রিকাকে বলেছিলেন, ‘অনলাইনে এমপিও ফাইল পাঠাতে অফিস সময়ের বাইরেও অনেক পরিশ্রম করতে হয়। এটি একপ্রকার পারিশ্রমিক হিসেবে নেওয়া হয়। নিয়োগের সময় প্রতিষ্ঠানে গেলে তাঁরা আমাদের কিছু সম্মানী দেন, যা ঘুষ নয়।’ তবে তিনি কর্মচারী নিয়োগে কোনো টাকা নেন না বলে দাবি করেছিলেন।
বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি পূরণের ঘোষণা না দেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায়...
৩৭ মিনিট আগেমাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
১ ঘণ্টা আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
১ ঘণ্টা আগে