প্রতিনিধি
পুঠিয়া (রাজশাহী): রাজশাহীর পুঠিয়ায় পুকুর খনন করে রাস্তার পাশে ও উপরে মাটি ফেলে রাখা হয়েছে। এতে পথচারী ও যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আর বৃষ্টি হলে পানিতে গোটা রাস্তা কাঁদা হয়ে যায়। এলাকাবাসী বারবার বললেও মাটি না সরালে তিন জনকে ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার (২১ মে) সন্ধ্যা ৬টার দিকে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া বাজার এলাকার এ ঘটনায় তিনজনকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। অর্থদণ্ড প্রাপ্তরা হলেন-মোল্লাপাড়া এলাকার বনকুড়ির নুরুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (৫২), খোকসা গ্রামের মৃত হাসেম আলীর ছেলে নাহিদ ইসলাম (৩২) ও খোকসা গ্রামের জালাল উদ্দিনের ছেলে সোহরাব হোসেন (৩১)।
তাপস কুমার নামে স্থানীয় একজন ব্যবসায়ি বলেন, অর্থদন্ডপ্রাপ্তরা পুকুর খনন করে রাস্তার পাশে ও উপরে মাটি ফেলে রেখেছে। আর বৃষ্টি হলে পানিতে গোটা রাস্তায় কাঁদা হয়ে যায়। সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সড়কটি। পাশাপাশি পাকা রাস্তাগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয় লোকজন তাঁদের মাটিগুলো সরাতে বলা হলেও কোনো লাভ হয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, মিনি বিশ্বরোডে মাটি ফেলে কর্দমাক্ত করায় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। পুকুর খননকারীরা যত্রতত্রভাবে মাটি বহনের কারণে সড়কের বিভিন্ন জায়গা নষ্ট হয়ে যাচ্ছে। তাঁদের লিখিত ও প্রচারমাধ্যমে একাধিকবার সড়কে পড়ে থাকা মাটি সরানোর জন্য বলা হয়েছে। তাঁরা কোনো কর্ণপাত করেনি। যার কারণে তাঁদের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়েছে। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে।
পুঠিয়া (রাজশাহী): রাজশাহীর পুঠিয়ায় পুকুর খনন করে রাস্তার পাশে ও উপরে মাটি ফেলে রাখা হয়েছে। এতে পথচারী ও যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আর বৃষ্টি হলে পানিতে গোটা রাস্তা কাঁদা হয়ে যায়। এলাকাবাসী বারবার বললেও মাটি না সরালে তিন জনকে ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার (২১ মে) সন্ধ্যা ৬টার দিকে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া বাজার এলাকার এ ঘটনায় তিনজনকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। অর্থদণ্ড প্রাপ্তরা হলেন-মোল্লাপাড়া এলাকার বনকুড়ির নুরুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (৫২), খোকসা গ্রামের মৃত হাসেম আলীর ছেলে নাহিদ ইসলাম (৩২) ও খোকসা গ্রামের জালাল উদ্দিনের ছেলে সোহরাব হোসেন (৩১)।
তাপস কুমার নামে স্থানীয় একজন ব্যবসায়ি বলেন, অর্থদন্ডপ্রাপ্তরা পুকুর খনন করে রাস্তার পাশে ও উপরে মাটি ফেলে রেখেছে। আর বৃষ্টি হলে পানিতে গোটা রাস্তায় কাঁদা হয়ে যায়। সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সড়কটি। পাশাপাশি পাকা রাস্তাগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয় লোকজন তাঁদের মাটিগুলো সরাতে বলা হলেও কোনো লাভ হয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, মিনি বিশ্বরোডে মাটি ফেলে কর্দমাক্ত করায় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। পুকুর খননকারীরা যত্রতত্রভাবে মাটি বহনের কারণে সড়কের বিভিন্ন জায়গা নষ্ট হয়ে যাচ্ছে। তাঁদের লিখিত ও প্রচারমাধ্যমে একাধিকবার সড়কে পড়ে থাকা মাটি সরানোর জন্য বলা হয়েছে। তাঁরা কোনো কর্ণপাত করেনি। যার কারণে তাঁদের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়েছে। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে।
অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের কঠোর নির্দেশনার পর রংপুরের বদরগঞ্জের প্রশাসন কিছুটা তৎপর হয়ে উঠলেও ঘাটাবিল শহীদ স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয় ঘেঁষে প্রধান শিক্ষকের অবৈধ দুটি ইটভাটা বন্ধ করতে পারেনি বলে জানা গেছে।
২৩ মিনিট আগে২০ বছর আগে গ্রাহককে প্রদান করা ঋণের টাকা আদায় না করায় উদাসীনতার দায়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) রৌমারী উপজেলা কার্যালয়ের জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বিআরডিবি, কুড়িগ্রামের উপপরিচালককে এ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন...
২৬ মিনিট আগেবরিশাল নগরের পোর্ট রোড মোকাম এখন ইলিশের বদলে তরমুজে সয়লাব। রোজায় আগাম এ ফলের যেমন চাহিদা, তেমনি দরও চড়া। কিন্তু শঙ্কার বিষয় হলো, আগাম আসা এ তরমুজের একাংশ এখনো অপরিপক্ব। অতি মুনাফার লোভে কৃষক অতিরিক্ত রাসায়নিক ও হরমোন প্রয়োগ করে বাজারে তুলেছেন। এ কারণে স্বাদের তরমুজ অনেকটা বিস্বাদ।
৩২ মিনিট আগেমুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল পদ্মাপাড়ে চলছে বেড়িবাঁধের কাজ। সেখান থেকে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, এসব মাটি বাঁধের নিচে দিলে বাঁধ আরও শক্তিশালী থাকত, কিন্তু সেই মাটি বিক্রি করা হচ্ছে; যা দেখার কেউ নেই।
৩৩ মিনিট আগে