নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
খরায় পুড়ছে জমির ধান। পাশে বসে থাকা কৃষকের মাথায় হাত। বরেন্দ্র অঞ্চলের খরা নিয়ে এ রকম একটি ছবি এঁকেছে এক শিশু। আরেক শিশুর ছবিতে আঁকা হয়েছে গরমের চিত্র। বৃক্ষ নিধন করে অতিরিক্ত দালান কোঠা নির্মাণের ফলে গরম বেশি এ রকম ছবি এঁকেছে আরেক শিশু।
আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী নগরীর ফুলতলা এলাকায় শিশুদের এই চিত্রাঙ্কনের আয়োজন করা হয়। জলবায়ু ও আবহাওয়া পরিবর্তনে, অধিক গরম, রোদে ও তাপের কারণে তাদের মনে যা আসে তাই আঁকতে বলা হয়েছিল শিশুদের।
ফুলতলা এলাকার তৃতীয় শ্রেণির রুকাইয়া রুকু (১০) রং পেনসিলে ফুটিয়ে তোলে খরা প্রবণ বরেন্দ্র অঞ্চলের খরার চিত্র। অত্যধিক খরার কারণে কৃষকের জমির আবাদ নষ্ট হয়েছে, জমি ফেটে যাওয়ার কারণে কৃষকের মাথায় হাত উঠেছে এমন চিত্র এঁকেছে সে।
একই পাড়ার দ্বিতীয় শ্রেণির সিনথিয়া (৮) এঁকেছে খরার কারণে গাছ মরে যাচ্ছে। এদিকে চতুর্থ শ্রেণির ইয়াসিন আলী (১২) নগরে দালান-কোঠা আর একটি ছোট্ট জায়গায় একটি গাছের বেড়ে ওঠার চিত্র এঁকেছে।
ছোট শিশুদের মনের কথা ও ভালো লাগার কথা ছবির মাধ্যমে আঁকতে এমন ব্যতিক্রমী আয়োজনটি করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী যুব সংগঠন ‘ছোট্ট স্বপ্ন’। এতে সহযোগিতা করে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু মুসা। তিনি বলেন, ‘বস্তির শিশুদের আমরা শিক্ষা উপকরণ দিই। বিভিন্ন দুর্যোগের সময় আমরা প্রান্তিক মানুষদের সহায়তা করে থাকি। একই সঙ্গে পরিবেশ শিক্ষা এবং মননশীল প্রজন্ম তৈরিতে আমরা কাজ করছি। এর অংশ হিসেবেই শিশুদের নিয়ে এসব চিত্রাঙ্কনের আয়োজন করা হয়।’
খরায় পুড়ছে জমির ধান। পাশে বসে থাকা কৃষকের মাথায় হাত। বরেন্দ্র অঞ্চলের খরা নিয়ে এ রকম একটি ছবি এঁকেছে এক শিশু। আরেক শিশুর ছবিতে আঁকা হয়েছে গরমের চিত্র। বৃক্ষ নিধন করে অতিরিক্ত দালান কোঠা নির্মাণের ফলে গরম বেশি এ রকম ছবি এঁকেছে আরেক শিশু।
আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী নগরীর ফুলতলা এলাকায় শিশুদের এই চিত্রাঙ্কনের আয়োজন করা হয়। জলবায়ু ও আবহাওয়া পরিবর্তনে, অধিক গরম, রোদে ও তাপের কারণে তাদের মনে যা আসে তাই আঁকতে বলা হয়েছিল শিশুদের।
ফুলতলা এলাকার তৃতীয় শ্রেণির রুকাইয়া রুকু (১০) রং পেনসিলে ফুটিয়ে তোলে খরা প্রবণ বরেন্দ্র অঞ্চলের খরার চিত্র। অত্যধিক খরার কারণে কৃষকের জমির আবাদ নষ্ট হয়েছে, জমি ফেটে যাওয়ার কারণে কৃষকের মাথায় হাত উঠেছে এমন চিত্র এঁকেছে সে।
একই পাড়ার দ্বিতীয় শ্রেণির সিনথিয়া (৮) এঁকেছে খরার কারণে গাছ মরে যাচ্ছে। এদিকে চতুর্থ শ্রেণির ইয়াসিন আলী (১২) নগরে দালান-কোঠা আর একটি ছোট্ট জায়গায় একটি গাছের বেড়ে ওঠার চিত্র এঁকেছে।
ছোট শিশুদের মনের কথা ও ভালো লাগার কথা ছবির মাধ্যমে আঁকতে এমন ব্যতিক্রমী আয়োজনটি করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী যুব সংগঠন ‘ছোট্ট স্বপ্ন’। এতে সহযোগিতা করে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু মুসা। তিনি বলেন, ‘বস্তির শিশুদের আমরা শিক্ষা উপকরণ দিই। বিভিন্ন দুর্যোগের সময় আমরা প্রান্তিক মানুষদের সহায়তা করে থাকি। একই সঙ্গে পরিবেশ শিক্ষা এবং মননশীল প্রজন্ম তৈরিতে আমরা কাজ করছি। এর অংশ হিসেবেই শিশুদের নিয়ে এসব চিত্রাঙ্কনের আয়োজন করা হয়।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহতরা রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেছেন। আজ রোববার সকাল পৌনে ১০টার দিকে তাঁরা পঙ্গু হাসপাতালের সামনের দুই পাশের সড়কে ব্যারিকেড দেন। আহত বেশ কয়েকজন সড়কের ওপর শুয়ে পড়েন।
৭ মিনিট আগেবাংলা, আরবি, হিন্দি, উর্দু ভাষায় আখেরি মোনাজাতে গোটা দুনিয়ায় পথভ্রষ্ট মুসলমানের পাপের ক্ষমা, সঠিক পথের দিশা চেয়ে এবং তাবলিগের কাজে সবাইকে নিয়োজিত হওয়ার তৌফিক কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
১১ মিনিট আগেচাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক এস এম জয়নাল আবেদীনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহরের হাজী মহসীন রোডে মেট্রো বেকারি থেকে তাঁকে আটক করে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ।
১ ঘণ্টা আগেছাত্রদল চায় জাকসুর গঠনতন্ত্রসহ প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন হোক। এ নিয়ে তারা গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে বেলা সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছে।
১ ঘণ্টা আগে