নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুর উপজেলায় ফজলুর রহমান নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম ও ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈকত ইলিয়াস কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন রাইগাঁ গ্রামের শহীদুল ইসলাম (৫০), আব্দুস সালাম (৬০), আবুল কালাম আজাদ (৫৫), আশরাফ (৪৫) ও আতুরা গ্রামের ইব্রাহিম (৬০)।
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ২৪ এপ্রিল দুপুরে মহাদেবপুর উপজেলার রাইগাঁ গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফজলুর রহমানকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর নিহতের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।
পুলিশ তদন্ত শেষে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। পরবর্তী সময়ে সিআইডি পুনরায় তদন্ত করে ১৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। দীর্ঘ শুনানি শেষে ২২ জন সাক্ষীর বক্তব্যের ভিত্তিতে আদালত পাঁচজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার বাকি ১১ আসামিকে আদালত বেকসুর খালাস দেন আর বিচার চলাকালীন তিন আসামির মৃত্যু হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈকত ইলিয়াস কবির বলেন, ‘দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আমরা ন্যায়বিচার পেয়েছি। এ রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে, অপরাধীরা আইনের হাত থেকে কখনোই রেহাই পাবে না।’
নওগাঁর মহাদেবপুর উপজেলায় ফজলুর রহমান নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম ও ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈকত ইলিয়াস কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন রাইগাঁ গ্রামের শহীদুল ইসলাম (৫০), আব্দুস সালাম (৬০), আবুল কালাম আজাদ (৫৫), আশরাফ (৪৫) ও আতুরা গ্রামের ইব্রাহিম (৬০)।
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ২৪ এপ্রিল দুপুরে মহাদেবপুর উপজেলার রাইগাঁ গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফজলুর রহমানকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর নিহতের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।
পুলিশ তদন্ত শেষে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। পরবর্তী সময়ে সিআইডি পুনরায় তদন্ত করে ১৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। দীর্ঘ শুনানি শেষে ২২ জন সাক্ষীর বক্তব্যের ভিত্তিতে আদালত পাঁচজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার বাকি ১১ আসামিকে আদালত বেকসুর খালাস দেন আর বিচার চলাকালীন তিন আসামির মৃত্যু হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈকত ইলিয়াস কবির বলেন, ‘দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আমরা ন্যায়বিচার পেয়েছি। এ রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে, অপরাধীরা আইনের হাত থেকে কখনোই রেহাই পাবে না।’
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকা ডুবে এক শিশু মারা গেছে। তার মাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাল বাজারের ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগেহবিগঞ্জ কারাগারের ভেতরে হত্যা ষড়যন্ত্রের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র জি কে গউছ। আজ বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জেসমিন আরা এই আদেশ দেন।
১০ মিনিট আগেচাঁদপুরের কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটছে। গতকাল বুধবার ছোট ভবানীপুর এলাকায় রাস্তার পাশ থেকে ফারুক হোসেন (৪৫) নামে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করে কচুয়া থানা-পুলিশ। পরে ময়নাতদন্তে...
৩৩ মিনিট আগেযশোরের মনিরামপুরে মৌমাছির হুলে কওছার গাজী (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় পথচারী ও শিক্ষার্থীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
৩৭ মিনিট আগে