বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
যশোরের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে শিশু রোগীর সংখ্যা। হাসপাতালে ভর্তি হওয়া অধিকাংশ শিশুই জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়েছে। কিন্তু ৫০ শয্যার হাসপাতালটিতে শিশুদের জন্য তেমন কোনো ওয়ার্ড বিভক্ত করা নাই। নারী ও শিশু রোগীদের জন্য যৌথভাবে ১৪ শয্যার একটি ওয়ার্ড রয়েছে। তবে বর্তমানে হাসপাতালে ভর্তি শিশু রোগীর সংখ্যা ৩০ জনের ওপরে। যা শয্যা সংখ্যারও দ্বিগুণ। ফলে শয্যার তীব্র সংকট দেখা দিয়েছে। যে কারণে অধিকাংশ রোগীর ঠাঁই হয়েছে হাসপাতাল বারান্দা ও মেঝেতে। ফলে অতিরিক্ত রোগীর এই চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের চিকিৎসক ও সেবিকারা।
দেখা গেছে, রোগীর এতটাই চাপ যে পুরো বারান্দা জুড়ে রোগীর লাইন রয়েছে। তা ছাড়া বারান্দার ২০ গজ দূরেই দেওয়া হচ্ছে করোনার টিকা। এতে করে শিশুদের করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কাও রয়েছে। এদিকে হাসপাতালের নেবুলাইজার মেশিনের কাছে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের নিয়ে মায়েদের দীর্ঘ লাইন লেগেই আছে।
সরেজমিনে গতকাল সোমবার সকাল ১০টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, শিশু ওয়ার্ডে পা ফেলার জায়গা পর্যন্ত নেই। ফলে স্বাস্থ্যবিধিও বিঘ্নিত হচ্ছে। ভিড়ের মধ্যেই চিকিৎসকেরা সেবা দিচ্ছেন শিশু রোগীদের। মেঝে ও বারান্দায় শুয়ে শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগী সংখ্যা বেশি হওয়ায় রোগী ও স্বজনেরা গাদাগাদি করে রয়েছেন।
৯ মাস বয়সী শিশু ইয়াছিন গত ১২ দিন যাবৎ ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে। এ সময় ইয়াছিনের মা তুলি খাতুন বলেন, ১২ দিন হল হাসপাতালে ভর্তি। ঠান্ডা-জ্বর লাগলে বাজারের ফার্মেসি দোকান থেকে ওষুধ কিনে খাওয়ালেও পরিবর্তন না হওয়ায় এখানে ভর্তি করেছি। ছেলেটা ঠিকমতো খাচ্ছে না।
দেড় বছর বয়সী মুক্তাছিনের মা সোনালী খাতুন বলেন, গত ৫ দিন আগে ছেলের শরীরে জ্বর জ্বর ভাব হলে গত শুক্রবার ভর্তি করেছি। কিন্তু রোগীর চাপ বেশি থাকায় বারান্দায় থেকে চিকিৎসা সেবা নিতে হচ্ছে।
ওয়ার্ড ইনচার্জ নার্স মারিয়া খাতুন বলেন, গত দুই সপ্তাহ ধরেই শিশু রোগীর চাপ বেড়েই চলেছে। হঠাৎ করেই অস্বাভাবিকভাবে রোগীর চাপ বেড়ে যাওয়াতে সেবা দিতে অনেকটা হিমসিম খেতে হচ্ছে। কিন্তু আমরা ৭ জন সেবিকা কীভাবে এত রোগীর সেবা দিবো। তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি
শিশু বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান বলেন, বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ করে শিশু ওয়ার্ডে যে পরিমাণে রোগীর চাপ বেড়েছে সেই তুলনায় আমাদের লোকবল কম। তাই এত রোগীকে সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। আবহাওয়ার পরিবর্তন, বৃষ্টি, গরম ও ঠান্ডার কারণে রোগীরা বেশি আক্রান্ত হচ্ছে। ফলে হাসপাতালে রোগীর চাপ বাড়ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন জায়গা থেকে প্রতিনিয়ত ৩ থেকে ৪ জন শিশু রোগী ভর্তি হচ্ছে। আবহাওয়া পরিবর্তনের কারণে এমনটা হচ্ছে। তাই শিশুদের প্রতি পরিবারের লোকের যত্নশীল হতে হবে। তাহলে শিশুদের ঠান্ডাজনিত রোগে আক্রান্তের আশঙ্কাটা অনেকটা কমে যাবে।
যশোরের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে শিশু রোগীর সংখ্যা। হাসপাতালে ভর্তি হওয়া অধিকাংশ শিশুই জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়েছে। কিন্তু ৫০ শয্যার হাসপাতালটিতে শিশুদের জন্য তেমন কোনো ওয়ার্ড বিভক্ত করা নাই। নারী ও শিশু রোগীদের জন্য যৌথভাবে ১৪ শয্যার একটি ওয়ার্ড রয়েছে। তবে বর্তমানে হাসপাতালে ভর্তি শিশু রোগীর সংখ্যা ৩০ জনের ওপরে। যা শয্যা সংখ্যারও দ্বিগুণ। ফলে শয্যার তীব্র সংকট দেখা দিয়েছে। যে কারণে অধিকাংশ রোগীর ঠাঁই হয়েছে হাসপাতাল বারান্দা ও মেঝেতে। ফলে অতিরিক্ত রোগীর এই চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের চিকিৎসক ও সেবিকারা।
দেখা গেছে, রোগীর এতটাই চাপ যে পুরো বারান্দা জুড়ে রোগীর লাইন রয়েছে। তা ছাড়া বারান্দার ২০ গজ দূরেই দেওয়া হচ্ছে করোনার টিকা। এতে করে শিশুদের করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কাও রয়েছে। এদিকে হাসপাতালের নেবুলাইজার মেশিনের কাছে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের নিয়ে মায়েদের দীর্ঘ লাইন লেগেই আছে।
সরেজমিনে গতকাল সোমবার সকাল ১০টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, শিশু ওয়ার্ডে পা ফেলার জায়গা পর্যন্ত নেই। ফলে স্বাস্থ্যবিধিও বিঘ্নিত হচ্ছে। ভিড়ের মধ্যেই চিকিৎসকেরা সেবা দিচ্ছেন শিশু রোগীদের। মেঝে ও বারান্দায় শুয়ে শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগী সংখ্যা বেশি হওয়ায় রোগী ও স্বজনেরা গাদাগাদি করে রয়েছেন।
৯ মাস বয়সী শিশু ইয়াছিন গত ১২ দিন যাবৎ ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে। এ সময় ইয়াছিনের মা তুলি খাতুন বলেন, ১২ দিন হল হাসপাতালে ভর্তি। ঠান্ডা-জ্বর লাগলে বাজারের ফার্মেসি দোকান থেকে ওষুধ কিনে খাওয়ালেও পরিবর্তন না হওয়ায় এখানে ভর্তি করেছি। ছেলেটা ঠিকমতো খাচ্ছে না।
দেড় বছর বয়সী মুক্তাছিনের মা সোনালী খাতুন বলেন, গত ৫ দিন আগে ছেলের শরীরে জ্বর জ্বর ভাব হলে গত শুক্রবার ভর্তি করেছি। কিন্তু রোগীর চাপ বেশি থাকায় বারান্দায় থেকে চিকিৎসা সেবা নিতে হচ্ছে।
ওয়ার্ড ইনচার্জ নার্স মারিয়া খাতুন বলেন, গত দুই সপ্তাহ ধরেই শিশু রোগীর চাপ বেড়েই চলেছে। হঠাৎ করেই অস্বাভাবিকভাবে রোগীর চাপ বেড়ে যাওয়াতে সেবা দিতে অনেকটা হিমসিম খেতে হচ্ছে। কিন্তু আমরা ৭ জন সেবিকা কীভাবে এত রোগীর সেবা দিবো। তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি
শিশু বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান বলেন, বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ করে শিশু ওয়ার্ডে যে পরিমাণে রোগীর চাপ বেড়েছে সেই তুলনায় আমাদের লোকবল কম। তাই এত রোগীকে সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। আবহাওয়ার পরিবর্তন, বৃষ্টি, গরম ও ঠান্ডার কারণে রোগীরা বেশি আক্রান্ত হচ্ছে। ফলে হাসপাতালে রোগীর চাপ বাড়ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন জায়গা থেকে প্রতিনিয়ত ৩ থেকে ৪ জন শিশু রোগী ভর্তি হচ্ছে। আবহাওয়া পরিবর্তনের কারণে এমনটা হচ্ছে। তাই শিশুদের প্রতি পরিবারের লোকের যত্নশীল হতে হবে। তাহলে শিশুদের ঠান্ডাজনিত রোগে আক্রান্তের আশঙ্কাটা অনেকটা কমে যাবে।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
১ ঘণ্টা আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৯ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৯ ঘণ্টা আগে