Ajker Patrika

নিয়ামতপুরে ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 
নিয়ামতপুরে ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

নওগাঁর নিয়ামতপুরে ভটভটি ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় মহসিন আলী (৩০) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। তিনি উপজেলার চন্দননগর ইউনিয়নের হরশৈল গ্রামের আব্দুল মান্নানের ছেলে। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলা সদরের টিএলবি বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, টিএলবি বাজারের দিক থেকে আসা ভটভটির সঙ্গে নিয়ামতপুর থেকে টিএলবি বাজারে যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলটির। এতে মোটরসাইকেলটি ভেঙে চুরমার হয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালের নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত