রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁয় পৃথক দুই উপজেলায় ককটেল হামলায় পাঁচজন আহত হয়েছেন। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় পৃথক থানায় ১০৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার রাণীনগর ও আত্রাই উপজেলায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন রাণীনগর উপজেলার রাজাপুর গ্রামের জয়নাল সরদার (৫৫), পশ্চিম বালুভরা গ্রামের জুয়েল হোসেন (৩৬) ও ময়নুল হোসেন (৪২) এবং আত্রাই উপজেলার শাহিনুল ইসলাম (৪০)।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির নাম মুকুল হোসেন (৩৮)। তিনি উপজেলার খট্রেশ্বর গ্রামের আবুল মন্ডলের ছেলে।
রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী ও সমর্থকেরা তিনটি মোটরসাইকেল নিয়ে বড়গাছা এলাকা থেকে রাণীনগরে ফিরছিলেন। পথে বিষ্ণপুর ব্রিজ এলাকায় পৌঁছালে তাঁদের ওপর ককটেল হামলা করা হয়।
তিনি আরও বলেন, হামলায় রাজাপুর গ্রামের জয়নাল সরদার (৫৫), পশ্চিম বালুভরা গ্রামের জুয়েল হোসেন (৩৬) ও ময়নুল হোসেন (৪২) আহত হন। আহতদের রাতেই রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়েছে। সারা দেশে চলমান বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের অংশ হিসেবে এলাকাকে অস্থিতিশীল করতে তারা এই হামলা করে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।
অন্যদিকে আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী প্রামাণিক বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যার পর অবরোধবিরোধী শান্তি মিছিল নিয়ে দলীয় অফিসে ফিরছিলাম। এ সময় রেলগেট এলাকায় পৌঁছালে পেছন থেকে মিছিলে ককটেল হামলা চালায়। ওই হামলায় শাহিনুল ইসলামসহ (৪০) দুজন আহত হন। আহতদের আত্রাই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় বাদী হয়ে রাতেই থানায় মামলা দায়ের করেছি।’
রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, ককটেল হামলার ঘটনায় জয়নাল সরদার বাদী হয়ে এজাহারনামীয় আটজন এবং অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে মুকুল হোসেনকে জড়িত সন্দেহে গ্রেপ্তার করে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, ককটেল হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী প্রামাণিক বাদী হয়ে ১২ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করে রাতেই মামলা দায়ের করেছেন।
নওগাঁয় পৃথক দুই উপজেলায় ককটেল হামলায় পাঁচজন আহত হয়েছেন। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় পৃথক থানায় ১০৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার রাণীনগর ও আত্রাই উপজেলায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন রাণীনগর উপজেলার রাজাপুর গ্রামের জয়নাল সরদার (৫৫), পশ্চিম বালুভরা গ্রামের জুয়েল হোসেন (৩৬) ও ময়নুল হোসেন (৪২) এবং আত্রাই উপজেলার শাহিনুল ইসলাম (৪০)।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির নাম মুকুল হোসেন (৩৮)। তিনি উপজেলার খট্রেশ্বর গ্রামের আবুল মন্ডলের ছেলে।
রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী ও সমর্থকেরা তিনটি মোটরসাইকেল নিয়ে বড়গাছা এলাকা থেকে রাণীনগরে ফিরছিলেন। পথে বিষ্ণপুর ব্রিজ এলাকায় পৌঁছালে তাঁদের ওপর ককটেল হামলা করা হয়।
তিনি আরও বলেন, হামলায় রাজাপুর গ্রামের জয়নাল সরদার (৫৫), পশ্চিম বালুভরা গ্রামের জুয়েল হোসেন (৩৬) ও ময়নুল হোসেন (৪২) আহত হন। আহতদের রাতেই রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়েছে। সারা দেশে চলমান বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের অংশ হিসেবে এলাকাকে অস্থিতিশীল করতে তারা এই হামলা করে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।
অন্যদিকে আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী প্রামাণিক বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যার পর অবরোধবিরোধী শান্তি মিছিল নিয়ে দলীয় অফিসে ফিরছিলাম। এ সময় রেলগেট এলাকায় পৌঁছালে পেছন থেকে মিছিলে ককটেল হামলা চালায়। ওই হামলায় শাহিনুল ইসলামসহ (৪০) দুজন আহত হন। আহতদের আত্রাই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় বাদী হয়ে রাতেই থানায় মামলা দায়ের করেছি।’
রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, ককটেল হামলার ঘটনায় জয়নাল সরদার বাদী হয়ে এজাহারনামীয় আটজন এবং অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে মুকুল হোসেনকে জড়িত সন্দেহে গ্রেপ্তার করে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, ককটেল হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী প্রামাণিক বাদী হয়ে ১২ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করে রাতেই মামলা দায়ের করেছেন।
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ১ দফা দাবিতে অব্যাহত আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এ ছাড়া বুয়েটের শিক্ষার্থীদের অনেকে #BUETiansStandWithKUETians হ্যাশট্যাগ লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিচ্ছেন।
২ মিনিট আগেখুলনার ফুলতলায় প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে সুমন মোল্লা (৪২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার জামিরা বাজারসংলগ্ন পিপরাইল এলাকায় এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগেকুমিল্লা নগরীতে বড় ভাইয়ের মোটরবাইক থেকে ছিটকে পড়া এক যুবক কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর টমছম ব্রিজ রামমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মু. রকিবুল ইসলাম।
১৭ মিনিট আগেদুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ‘দুদকের বিরুদ্ধেও অভিযোগ আসে এবং প্রতিষ্ঠানটিরও বদনাম রয়েছে। এই বদনাম বা দুদকের কোনো কর্মকর্তার দুর্নীতি ধরিয়ে দিলে ব্যবস্থা নেওয়া হবে।’
১৯ মিনিট আগে