রাবি প্রতিনিধি
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, শিক্ষাক্রমে এমনভাবে পাঠ্যবই তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করা হচ্ছে। সরকার বলে, তারা নিজেরা অসাম্প্রদায়িক। কিন্তু শিক্ষার সিলেবাসের পাঠ্যবইয়ে সাম্প্রদায়িক ইতিহাস তুলে ধরা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের নবম সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি আরও বলেন, যেকোনো ধর্মীয় গোষ্ঠীকে হেয় করলে সেটা সাম্প্রদায়িক হয়। যেমন হিন্দুসমাজকে হেয় করলে সাম্প্রদায়িক হয়, তেমনি মুসলমানকে হেয় করলেও সেটা সাম্প্রদায়িক হয়। কাজেই আমাদের দেশে যখন ইতিহাস রচনায় মুসলিমদের ইতিহাসকে হেয় করে লেখা হয়, তখন সাম্প্রদায়িক ইতিহাসই হয় ৷
গণসংহতি আন্দোলনের এই নেতা আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার কার্যত জমিদারি প্রতিষ্ঠার দিকে অগ্রসর হয়েছে। তারা যখন বিরোধী দল হিসেবে থাকে, তখন তত্ত্বাবধায়ক সরকার লাগে।
সাকি বলেন, উন্নয়ন মানে কতগুলো বড় বড় স্থাপনা নয়। এই সরকারের ওপর সামরিক সরকার; আইয়ুব খান, ইহাহিয়া খান, জেনারেল এরশাদের ভূত জারি আছে, তা পরিষ্কারভাবে উন্নয়নের দিকে তাকালেই বোঝা যায়। বড় বড় স্থাপনাকেই তারা উন্নতি বলে চালিয়ে দিচ্ছে ৷
অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের রাজশাহী জেলার সমন্বয়কারী অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ, রাবির ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক ও ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন ৷
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, শিক্ষাক্রমে এমনভাবে পাঠ্যবই তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করা হচ্ছে। সরকার বলে, তারা নিজেরা অসাম্প্রদায়িক। কিন্তু শিক্ষার সিলেবাসের পাঠ্যবইয়ে সাম্প্রদায়িক ইতিহাস তুলে ধরা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের নবম সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি আরও বলেন, যেকোনো ধর্মীয় গোষ্ঠীকে হেয় করলে সেটা সাম্প্রদায়িক হয়। যেমন হিন্দুসমাজকে হেয় করলে সাম্প্রদায়িক হয়, তেমনি মুসলমানকে হেয় করলেও সেটা সাম্প্রদায়িক হয়। কাজেই আমাদের দেশে যখন ইতিহাস রচনায় মুসলিমদের ইতিহাসকে হেয় করে লেখা হয়, তখন সাম্প্রদায়িক ইতিহাসই হয় ৷
গণসংহতি আন্দোলনের এই নেতা আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার কার্যত জমিদারি প্রতিষ্ঠার দিকে অগ্রসর হয়েছে। তারা যখন বিরোধী দল হিসেবে থাকে, তখন তত্ত্বাবধায়ক সরকার লাগে।
সাকি বলেন, উন্নয়ন মানে কতগুলো বড় বড় স্থাপনা নয়। এই সরকারের ওপর সামরিক সরকার; আইয়ুব খান, ইহাহিয়া খান, জেনারেল এরশাদের ভূত জারি আছে, তা পরিষ্কারভাবে উন্নয়নের দিকে তাকালেই বোঝা যায়। বড় বড় স্থাপনাকেই তারা উন্নতি বলে চালিয়ে দিচ্ছে ৷
অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের রাজশাহী জেলার সমন্বয়কারী অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ, রাবির ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক ও ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন ৷
টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের পরিদর্শক ও গুলশান থানার সাবেক পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৫ মিনিট আগে১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনায় এক মালয়েশিয়াপ্রবাসীর বাড়িতে অতর্কিত হামলা ও গুলির অভিযোগ উঠেছে যুবদল নেতা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় দুই বিএনপি নেতা গুলিবিদ্ধ ও একজন আহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দাস
১৮ মিনিট আগেনোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চৌমুহনী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সরুরগো পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেসিরাজগঞ্জের কামারখন্দে ভাড়াটিয়া হয়ে বসবাস করা দুই ভাই স্থানীয়দের কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ২৫ লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়ির (বাসা) মালিক গত শনিবার (৬ সেপ্টেম্বর) থানায় লিখিত অভিযোগ করেছেন।
১ ঘণ্টা আগে