সিরাজগঞ্জ প্রতিনিধি
বিস্ফোরক দ্রব্য ও হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুল আজিজের এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
আজ বুধবার দুপুরে আজিজকে সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে তাড়াশ আমলি আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক ওবায়দুল হক রুমি এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) মো. হুমায়ুন কবীর ও সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শিউলী খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আজিজকে র্যাব-২-এর একটি দল ৩ ফেব্রুয়ারি রাতে ঢাকার কলাবাগান থেকে গ্রেপ্তার করে। পরে র্যাব-১২-এর মাধ্যমে তাঁকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তাড়াশে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল মান্নান তালুকদারের গাড়িবহরে হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও হত্যাচেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনায় বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে আজিজকে প্রধান আসামি করে মামলা করেন। হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে করা এ মামলায় আজিজসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের আসামি করা হয়।
শিশু হাসপাতালের সাবেক চিকিৎসক আজিজ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি পেশাজীবী সংগঠন বঙ্গবন্ধু পরিষদ ঢাকা শিশু হাসপাতাল শাখার সভাপতি ছিলেন। এর আগে তিনি দীর্ঘদিন ওই হাসপাতালের পরিচালকের দায়িত্ব পালন করেছেন।
বিস্ফোরক দ্রব্য ও হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুল আজিজের এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
আজ বুধবার দুপুরে আজিজকে সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে তাড়াশ আমলি আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক ওবায়দুল হক রুমি এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) মো. হুমায়ুন কবীর ও সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শিউলী খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আজিজকে র্যাব-২-এর একটি দল ৩ ফেব্রুয়ারি রাতে ঢাকার কলাবাগান থেকে গ্রেপ্তার করে। পরে র্যাব-১২-এর মাধ্যমে তাঁকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তাড়াশে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল মান্নান তালুকদারের গাড়িবহরে হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও হত্যাচেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনায় বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে আজিজকে প্রধান আসামি করে মামলা করেন। হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে করা এ মামলায় আজিজসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের আসামি করা হয়।
শিশু হাসপাতালের সাবেক চিকিৎসক আজিজ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি পেশাজীবী সংগঠন বঙ্গবন্ধু পরিষদ ঢাকা শিশু হাসপাতাল শাখার সভাপতি ছিলেন। এর আগে তিনি দীর্ঘদিন ওই হাসপাতালের পরিচালকের দায়িত্ব পালন করেছেন।
বগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় ওয়ার্ড যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর আজ রোববার দুপুরে বগুড়া আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম আমিরুল ইসলাম ভোলা (৪২)।
১৩ মিনিট আগেময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আচকিপাড়া সীমান্ত এলাকা থেকে ভারতীয় ৮টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আজ রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন বিজিবি-৩৯ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান।
১৫ মিনিট আগেপ্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে সিরাজগঞ্জের কামারখন্দ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। রোববার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
৩৪ মিনিট আগে২৮ তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে মির্জা তারেক আহমেদ বেগ এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ মাসুদ আলম নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন তাঁরা। মির্জা তারেক আহমেদ বেগ ও মোহাম্মদ মাসুদ আলম ডিএমপিতে উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত।
১ ঘণ্টা আগে