Ajker Patrika

দুধে ক্ষতিকর কস্টিক সোডা মেশানোর দায়ে প্রাণের এজেন্টকে অর্থদণ্ড

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
আপডেট : ২১ জুন ২০২৩, ১৮: ৪৯
দুধে ক্ষতিকর কস্টিক সোডা মেশানোর দায়ে প্রাণের এজেন্টকে অর্থদণ্ড

পাবনার ভাঙ্গুড়ায় দুধে ক্ষতিকর কস্টিক সোডা মেশানোর অপরাধে প্রাণ কোম্পানির এজেন্টকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকালে উপজেলার সিংগাড়ি জগন্নাথপুর প্রাণ দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরণ কেন্দ্রের এজেন্ট হাফিজুল ইসলামকে এই অর্থদণ্ড করা হয়। এ সময় কস্টিক সোডা মেশানো ২০ লিটার দুধ নষ্ট করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম ও ভাঙ্গুড়া থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন।

ইউএনও নাহিদ বলেন, ‘অনেক দিন ধরে প্রাণের ওই দুগ্ধ সংগ্রহ কেন্দ্রে ক্ষতিকর কস্টিক সোডা মেশানো ভেজাল দুধ প্রাণ কোম্পানিতে সরবরাহ করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়। আজ সেখানে অভিযান পরিচালনা করে এর সত্যতা পাওয়া যায়। এ সময় প্রাণ কোম্পানির এজেন্টকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ ছাড়া ২০ লিটার ভেজাল দুধ নষ্ট করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত