Ajker Patrika

আত্মগোপনে থাকা বগুড়া পৌরসভার ৫ কাউন্সিলরের উপস্থিতি খাতায় স্বাক্ষর

বগুড়া প্রতিনিধি
Thumbnail image

আত্মগোপনে থাকা বগুড়া পৌরসভার ৫ জন কাউন্সিলর বিশেষ সভায় উপস্থিতি খাতায় স্বাক্ষর করেছেন। গত ১৮ সেপ্টেম্বর বগুড়া পৌরসভার ত্রয়োদশ বিশেষ সাধারণ সভায় আত্মগোপনে থাকা ৯ জন কাউন্সিলরের মধ্যে পাঁচজন হাজির হয়ে স্বাক্ষর করে চলে যান। এ কারণে অন্য কাউন্সিলরদের আপত্তির মুখে অনুপস্থিত কাউন্সিলরদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায়নি।

জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বগুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম ডাবলু, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ শেখ, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমান, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আল মামুন, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম রফিক, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিন আল মেহেদী এবং ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লুৎফর রহমান মিন্টু আত্মগোপনে চলে যান। আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পদে থাকা ৯ জন কাউন্সিলরের নামে পরবর্তী সময়ে একাধিক মামলা হয়। হত্যাসহ বিভিন্ন মামলার আসামি হয়ে তাঁরা পলাতক থাকায় সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোতে নাগরিক সেবা বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ।

বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে গত ১৮ সেপ্টেম্বর বিশেষ সাধারণ সভা আহ্বান করা হয়। অনুপস্থিত ৯ জন কাউন্সিলের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি সভায় ২ নম্বর এজেন্ডা ছিল। সভার খাতায় স্বাক্ষর করেও পাঁচজন কাউন্সিলর উপস্থিত না থাকায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।

বগুড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু বলেন, ‘যেসব কাউন্সিলর আত্মগোপনে থেকে জনগণকে নাগরিক সেবা থেকে বঞ্চিত করছেন, তাঁরাই নিজেদের পদ ধরে রাখার জন্য পৌরসভায় উপস্থিত হয়ে স্বাক্ষর করে এক মিনিটের মধ্যে চলে গেছেন। আমরা বিষয়টি নিয়ে পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছি। তিনি বলেছেন, এভাবে স্বাক্ষর করা তাঁদের ঠিক হয়নি।’

বগুড়া পৌরসভার প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস বলেন, ১৮ সেপ্টেম্বর বিশেষ সভায় কাউন্সিলর আরিফুর রহমান, আলহাজ শেখ, আমিন আল মেহেদী, রেজাউল করিম ডাবলু ও লুৎফর রহমান উপস্থিতি খাতায় স্বাক্ষর করে চলে গেছেন। অনুপস্থিত ৯ জন কাউন্সিলরের মধ্যে দুজন ছুটির আবেদন করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ আজকের পত্রিকাকে বলেন, ‘যাঁরা সভায় উপস্থিত না থেকেও খাতায় স্বাক্ষর করেছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া যে ৯ জন কাউন্সিলর অনুপস্থিত রয়েছেন, তাঁদের দায়িত্ব পাশের ওয়ার্ডের কাউন্সিলরদের মধ্যে বণ্টনের প্রক্রিয়া চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত