জয়পুরহাট প্রতিনিধি
বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে জয়পুরহাটের ৯টি ইউনিয়নের মধ্যে ৮ টিতে নৌকা ও ১ টিতে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী চেয়ারম্যান হিসেবে জয়লাভ করেছেন। গতকাল রোববার চতুর্থ ধাপের ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনের পর বেসরকারিভাবে তাঁদের নাম ঘোষণা করা হয়।
জানা গেছে, জয়পুরহাটের ৯টি ইউপির মধ্যে জামালপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাসানুজ্জামান মিঠু। ধলাহার ইউনিয়নে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র চশমা প্রতীকের প্রার্থী তোজাম্মেল হক। এ ছাড়া বাকি ৭টি ইউনিয়নে নির্বাচিত হয়েছেন নৌকা মার্কার প্রার্থীরা।
তাঁরা হলেন-দোগাছিতে সামসুল আলম সুমন, চকবরকতে শাহজাহান আলী, ভাদসাতে সরোয়ার হোসেন স্বাধীন, মোহাম্মদাবাদে আতাউর রহমান, বম্বুতে মোল্লা শামসুল আলম, আমদইতে শাহানুর আলম সাবু এবং পুরানাপৈলে খোরশেদ আলম সৈকত।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারে ধলাহার ইউনিয়নে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) তোজাম্মেল হক ৫ হাজার ৮৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কোরবান আলী পেয়েছেন ৫ হাজার ৮৮৬ ভোট।
বম্বু ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মোল্লা শামসুল আলম ৬ হাজার ৯৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আতাউর রহমান (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ৬ হাজার ৮১২ ভোট। চকবরকত ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী শাহজাহান আলী (নৌকা প্রতীক) ৩ হাজার ৮৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মেজবাহ উদ্দীন (আনারস প্রতীক) পেয়েছেন ৩ হাজার ৮১৪ ভোট। মোহাম্মদাবাদ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আতাউর রহমান (নৌকা প্রতীক) ৪ হাজার ৫৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহবুর আলম মিলন (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৪ হাজার ৫১০ ভোট।
দোগাছী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী সামসুল আলম (নৌকা প্রতীক) ১৬ হাজার ৫৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বেলায়েত হোসেন বেনু (আনারস) পেয়েছেন ৪ হাজার ৬৩২ ভোট। ভাদসা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী ছরোয়ার হোসেন (নৌকা প্রতীক) ১৪ হাজার ৬৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী হায়দার আলী মণ্ডল (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৬ হাজার ৩৪৬ ভোট। আমদই ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী শাহানুর আলম সাবু (নৌকা প্রতীক) ১১ হাজার ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিজানুর রহমান চৌধুরী (আনারস প্রতীক) পেয়েছেন ৩ হাজার ৮৪২ ভোট। পুরানাপৈল ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী খোরশেদ আলম (নৌকা প্রতীক) ৭ হাজার ৭৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম (লাঙল প্রতীক) পেয়েছেন ৫ হাজার ৫৮৮ ভোট।
পুরানাপৈল ইউপির জাপার প্রার্থী নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, নৌকা মার্কার প্রার্থীর কর্মী সমর্থকেরা বেশ কয়েকটি কেন্দ্র দখলে করে নিজেরাই ব্যালট নিয়ে নৌকা মার্কায় সিল মেরেছেন।
অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী খোরশেদ আলম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষ নৌকাকে ভালোবেসে ভোট দিয়েই আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন।
মোহাম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, বিগত দিনে আমি এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে এলাকার ব্যাপক উন্নয়ন করেছি। গরিব ও দুস্থদের মাঝে যথাযথভাবে সরকারি বরাদ্দ বিতরণ করেছি। এ জন্য জনগণ আমাকে ভালোবেসে পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাঁদের সম্মান রক্ষার্থে সকলকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিঞা বলেন, জেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৮ টিতে নৌকা ও ১ টিতে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী জয়লাভ করেছেন। নির্বাচনে ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩২ জন চেয়ারম্যান প্রার্থী।
বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে জয়পুরহাটের ৯টি ইউনিয়নের মধ্যে ৮ টিতে নৌকা ও ১ টিতে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী চেয়ারম্যান হিসেবে জয়লাভ করেছেন। গতকাল রোববার চতুর্থ ধাপের ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনের পর বেসরকারিভাবে তাঁদের নাম ঘোষণা করা হয়।
জানা গেছে, জয়পুরহাটের ৯টি ইউপির মধ্যে জামালপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাসানুজ্জামান মিঠু। ধলাহার ইউনিয়নে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র চশমা প্রতীকের প্রার্থী তোজাম্মেল হক। এ ছাড়া বাকি ৭টি ইউনিয়নে নির্বাচিত হয়েছেন নৌকা মার্কার প্রার্থীরা।
তাঁরা হলেন-দোগাছিতে সামসুল আলম সুমন, চকবরকতে শাহজাহান আলী, ভাদসাতে সরোয়ার হোসেন স্বাধীন, মোহাম্মদাবাদে আতাউর রহমান, বম্বুতে মোল্লা শামসুল আলম, আমদইতে শাহানুর আলম সাবু এবং পুরানাপৈলে খোরশেদ আলম সৈকত।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারে ধলাহার ইউনিয়নে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) তোজাম্মেল হক ৫ হাজার ৮৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কোরবান আলী পেয়েছেন ৫ হাজার ৮৮৬ ভোট।
বম্বু ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মোল্লা শামসুল আলম ৬ হাজার ৯৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আতাউর রহমান (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ৬ হাজার ৮১২ ভোট। চকবরকত ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী শাহজাহান আলী (নৌকা প্রতীক) ৩ হাজার ৮৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মেজবাহ উদ্দীন (আনারস প্রতীক) পেয়েছেন ৩ হাজার ৮১৪ ভোট। মোহাম্মদাবাদ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আতাউর রহমান (নৌকা প্রতীক) ৪ হাজার ৫৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহবুর আলম মিলন (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৪ হাজার ৫১০ ভোট।
দোগাছী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী সামসুল আলম (নৌকা প্রতীক) ১৬ হাজার ৫৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বেলায়েত হোসেন বেনু (আনারস) পেয়েছেন ৪ হাজার ৬৩২ ভোট। ভাদসা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী ছরোয়ার হোসেন (নৌকা প্রতীক) ১৪ হাজার ৬৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী হায়দার আলী মণ্ডল (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৬ হাজার ৩৪৬ ভোট। আমদই ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী শাহানুর আলম সাবু (নৌকা প্রতীক) ১১ হাজার ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিজানুর রহমান চৌধুরী (আনারস প্রতীক) পেয়েছেন ৩ হাজার ৮৪২ ভোট। পুরানাপৈল ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী খোরশেদ আলম (নৌকা প্রতীক) ৭ হাজার ৭৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম (লাঙল প্রতীক) পেয়েছেন ৫ হাজার ৫৮৮ ভোট।
পুরানাপৈল ইউপির জাপার প্রার্থী নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, নৌকা মার্কার প্রার্থীর কর্মী সমর্থকেরা বেশ কয়েকটি কেন্দ্র দখলে করে নিজেরাই ব্যালট নিয়ে নৌকা মার্কায় সিল মেরেছেন।
অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী খোরশেদ আলম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষ নৌকাকে ভালোবেসে ভোট দিয়েই আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন।
মোহাম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, বিগত দিনে আমি এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে এলাকার ব্যাপক উন্নয়ন করেছি। গরিব ও দুস্থদের মাঝে যথাযথভাবে সরকারি বরাদ্দ বিতরণ করেছি। এ জন্য জনগণ আমাকে ভালোবেসে পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাঁদের সম্মান রক্ষার্থে সকলকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিঞা বলেন, জেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৮ টিতে নৌকা ও ১ টিতে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী জয়লাভ করেছেন। নির্বাচনে ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩২ জন চেয়ারম্যান প্রার্থী।
রাউজানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারসহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
৫ মিনিট আগেলালমনিরহাটের পাটগ্রাম উপজেলা টানা ২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন। এতে জনদুর্ভোগ চরমে উঠেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আজ মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পারেনি নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)।
১৫ মিনিট আগেবরিশালের বাকেরগঞ্জে হাসান গাজী (১৮) নামে মাদকাসক্ত ছেলেকে হত্যার দায় নিয়ে থানায় আত্মসমর্পণ করেছেন মা-বাবা। আজ মঙ্গলবার বিকেলে পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড সাহেবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনে সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছেন মৌলভীবাজারের কুলাউড়ার সন্তান দিদারুল ইসলাম রতন (৩৬)। তিনি নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের একজন কর্মঠ ও নিষ্ঠাবান কর্মকর্তা ছিলেন। স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি বহুতল অফিস ভবনে দায়িত্ব পালনকালে ২৭ বছর বয়স
১ ঘণ্টা আগে