Ajker Patrika

আত্রাই নদে নিখোঁজের এক দিন পর ভেসে উঠল বৃদ্ধের মরদেহ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ১০ জুন ২০২৩, ১৫: ৪১
আত্রাই নদে নিখোঁজের এক দিন পর ভেসে উঠল বৃদ্ধের মরদেহ

নওগাঁর আত্রাইয়ে ময়েন উদ্দীন (৬৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হওয়ার এক দিন পরে নদীতে তাঁর মরদেহ ভেসে উঠেছে। গতকাল শুক্রবার সকালে গোসল করতে নেমে আত্রাই নদ থেকে নিখোঁজ হলে ফায়ার সার্ভিস দিনভর অনুসন্ধান চালিয়েও তাঁর খোঁজ পায়নি। শনিবার সকালে তাঁর মরদেহ ভেসে ওঠে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

ময়েন উদ্দীন উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের মৃত মছির উদ্দীনের ছেলে।

ময়েন উদ্দীনের ভাই সুলতান হোসেন জানান, গতকাল শুক্রবার সকালে বাড়ির অদূরে আত্রাই নদে গোসল করতে নেমে নিখোঁজ হন ময়েন উদ্দীন। তাঁকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এরপর আত্রাই ফায়ার সার্ভিসের কর্মীরা এবং রাজশাহী থেকে ডুবুরি দল এসে নদীতে দিনভর খুঁজেও তাঁর সন্ধান পায়নি। পরে শনিবার সকালে ময়েন উদ্দীনের মরদেহ ভেসে ওঠে।

আত্রাই ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা নেকবর আলী বলেন, ‘বৃদ্ধ নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়ার পর থেকে আমরা এবং রাজশাহী থেকে আসা চার সদস্যের ডুবুরি দল যৌথভাবে অনেক চেষ্টা করেও তাঁর সন্ধান পাইনি। তবে শনিবার সকালে তাঁর মরদেহ ভেসে ওঠে।’ 

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত