লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে পাঠ্যবইয়ের সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। ২০২৫ শিক্ষাবর্ষের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পার হলেও এখনো সব বই পায়নি উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার কমে যাওয়ার পাশাপাশি মোবাইল ফোনে আসক্তি বেড়েছে বলে জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকেরা।
আজ রোববার লালপুর কে এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হানিফ আলী খান বলেন, ‘শিশু, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই না পাওয়ায় এই তিন ক্লাসে শিক্ষার্থী উপস্থিতির হার কম। তবে আমরা পুরোনো বই সংগ্রহ করে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এ ছাড়া অনলাইন থেকে পিডিএফ প্রিন্ট করে অনেক শিক্ষার্থী পড়াশোনা করছে।’
লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ফাইরুজ ইমাম বলে, বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের কোনো বই এখনো পাইনি। পিডিএফ কপিও নেই। ফলে সময়মতো সিলেবাস শেষ করা নিয়ে দুশ্চিন্তা রয়েছে।
উধনপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন বলেন, সব শ্রেণির বই না পাওয়ায় শিক্ষা কার্যক্রম অনেকটা ব্যাহত হচ্ছে। কবে বই পাওয়া যাবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. নার্গিস সুলতানা বলেন, বিলম্বে বই পাওয়ায় শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হলেও শিক্ষকেরা শিক্ষকসহায়ক বই অনুযায়ী শ্রেণিতে পাঠদান করছেন। রোববার চতুর্থ ও পঞ্চম শ্রেণির তিনটি করে বই সব বিদ্যালয়ে বিতরণ করা হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াজেদ আলী মৃধা বলেন, শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। এ কারণে এই সময়ে সহশিক্ষা কার্যক্রমগুলো বেশি চলছে। ফেব্রুয়ারির মধ্যে সব শিক্ষার্থী বই পেয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নাটোরের লালপুরে পাঠ্যবইয়ের সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। ২০২৫ শিক্ষাবর্ষের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পার হলেও এখনো সব বই পায়নি উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার কমে যাওয়ার পাশাপাশি মোবাইল ফোনে আসক্তি বেড়েছে বলে জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকেরা।
আজ রোববার লালপুর কে এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হানিফ আলী খান বলেন, ‘শিশু, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই না পাওয়ায় এই তিন ক্লাসে শিক্ষার্থী উপস্থিতির হার কম। তবে আমরা পুরোনো বই সংগ্রহ করে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এ ছাড়া অনলাইন থেকে পিডিএফ প্রিন্ট করে অনেক শিক্ষার্থী পড়াশোনা করছে।’
লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ফাইরুজ ইমাম বলে, বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের কোনো বই এখনো পাইনি। পিডিএফ কপিও নেই। ফলে সময়মতো সিলেবাস শেষ করা নিয়ে দুশ্চিন্তা রয়েছে।
উধনপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন বলেন, সব শ্রেণির বই না পাওয়ায় শিক্ষা কার্যক্রম অনেকটা ব্যাহত হচ্ছে। কবে বই পাওয়া যাবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. নার্গিস সুলতানা বলেন, বিলম্বে বই পাওয়ায় শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হলেও শিক্ষকেরা শিক্ষকসহায়ক বই অনুযায়ী শ্রেণিতে পাঠদান করছেন। রোববার চতুর্থ ও পঞ্চম শ্রেণির তিনটি করে বই সব বিদ্যালয়ে বিতরণ করা হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াজেদ আলী মৃধা বলেন, শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। এ কারণে এই সময়ে সহশিক্ষা কার্যক্রমগুলো বেশি চলছে। ফেব্রুয়ারির মধ্যে সব শিক্ষার্থী বই পেয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে দুস্কৃতকারিদের বোমা হামলায় একজন নিহত ও একজন গুরুতর আহত উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে গণমাধ্যমে যে বিবৃতিটি এসেছে— তা ভুল তথ্যের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।
৮ মিনিট আগেমোরেলগঞ্জে ঘের নিয়ে সালিসে হাতাহাতিতে আহত কৃষক মহিউদ্দিন মহারাজের (৫০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আজ শনিবার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের সামনে থেকে মো. মিজানুর রহমান নামে সাবেক এক সেনাসদস্যকে আটক করেছে পুলিশ।
১৭ মিনিট আগেরাজশাহীর দুর্গাপুরে গত ২৪ ঘণ্টায় ৮ জন বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। তাঁদের মধ্যে দুজন নারী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার পাইকড়তলী গ্রামের ওয়াশিমের স্ত্রী জান্নাতুন (২৮) এবং উপজেলার তেবিলা গ্রামের রেন্টুর স্ত্রী তহমিনা (৩২)।
২৭ মিনিট আগেবাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ঢাকার প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সদস্য (সিনিয়র জেলা জজ) সৈয়দা হোসনে আরা বেগম এবং মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ ফারজানা ইয়াসমিন।
২৭ মিনিট আগে