Ajker Patrika

বগুড়ার ক্ষিদির হাসড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হীরকজয়ন্তী মঙ্গলবার

বিজ্ঞপ্তি
বগুড়ার ক্ষিদির হাসড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হীরকজয়ন্তী মঙ্গলবার

বগুড়ার শেরপুরে অবস্থিত ক্ষিদির হাসড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুনর্মিলনী ও হীরকজয়ন্তী অনুষ্ঠান আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এ অনুষ্ঠান। আজ সোমবার অনুষ্ঠান পরিচালনা কমিটির প্রচার সম্পাদক হায়দার আলী স্বপন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

ভাষা আন্দোলনের তিন বছর পর এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়। ১৯৫৬ সাল থেকে আজ অব্দী সগৌরবে পাঠক্রিয়া চলছে প্রতিষ্ঠানটিতে। এই প্রতিষ্ঠান থেকে পড়ুয়া অনেক শিক্ষার্থী তাদের নিজ নিজ জায়গায় সফলতার সাক্ষর রাখছে। 

অনুষ্ঠান পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও প্রাক্তন শিক্ষার্থী মো. ওয়াজেদ আলী বলেন, আমাদের স্কুলের বয়স ৬৮ বছর পেরিয়েছে। এই স্কুল থেকে অসংখ্য শিক্ষার্থী পাস করে এখন তারা নিজ নিজ জায়গায় ভালো অবস্থানে রয়েছে। এই প্রতিষ্ঠানের সবাই যেন একটা দিন এক সঙ্গে বসতে পারি, আনন্দ করতে পারি এ চিন্তা থেকেই আমাদের এই আয়োজন। 

অনুষ্ঠানের সার্বিক দিক নিয়ে ওয়াজেদ আলী বলেন, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। রাত পোহালেই আমাদের সেই মাহেন্দ্রক্ষণ। আশা করি সব ভালো ভাবেই হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষকদের সম্মাননা দেওয়া হবে। যারা মারা গেছেন তাদের মরণোত্তর সংবর্ধনার ব্যবস্থা রয়েছে।

ক্ষিদির হাসড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: সংগৃহীতপ্রাক্তন শিক্ষার্থী ও সরকারি আজিজুল হক কলেজের সহযোগী অধ্যাপক মোস্তফা কামাল সরকার বলেন, ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত আমাদের স্কুলে এই প্রথম আমরা পুনর্মিলনী করছি। মূলত নিজেদের মধ্যে আত্মিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি এই স্কুলে যারা নিজেদের জ্ঞানদানের মাধ্যমে আমাদের পড়িয়েছেন; মানুষ করেছেন তাদের সম্মান জানাতে। পাশাপাশি এই স্কুলের কৃতী শিক্ষার্থীদেরও আমরা সম্মাননা জানাচ্ছি। যাতে ভবিষ্যৎ প্রজন্ম কৃতী হওয়ার ইতিবাচক প্রতিযোগিতায় নামে সেই চিন্তা থেকে। 

মোস্তফা কামাল আরও বলেন, আমাদের অ্যালামনাইদের মধ্যে যারা প্রতিষ্ঠিত তাদের মাধ্যমে স্কুলের জন্য কিছু করা যায় কী না, তেমনটাও আমাদের ভাবনার মধ্যে আছে। বিশেষ করে পিছিয়ে পড়া অথচ মেধাবী যারা তাদের জন্য বৃত্তির ব্যবস্থা করা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত