Ajker Patrika

উঠানে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
আপডেট : ০১ জুলাই ২০২৩, ২২: ১১
উঠানে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনার ভাঙ্গুড়ায় উঠানে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে তাবিয়া নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে পৌরসভার চৌবাড়ীয়া হারোপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। শিশুটি ওই গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে। ভাঙ্গুড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে শিশু তাবিয়াকে সঙ্গে নিয়ে প্রতিবেশী আনোয়ার হোসেনের বাড়িতে বেড়াতে যান তাঁর ফুপু সাবিনা খাতুন। সেখানে বাড়ির উঠানে তাবিয়াকে কোল থেকে নামিয়ে বাড়ির লোকজনের সঙ্গে কথাবার্তা বলছিলেন তিনি। এই ফাঁকে সবার অজান্তে শিশুটি উঠানের নিচু জায়গায় জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর বেলা ১১টার দিকে উঠানে জমা থাকা পানিতে শিশুটিকে ভাসতে দেখে তাঁকে উদ্ধার করা হয়। পরে তাঁকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গুড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত