Ajker Patrika

বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে সাংবাদিক নিহত, আহত ৪ 

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১১: ৩৫
বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে সাংবাদিক নিহত, আহত ৪ 

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গোলাম নবী (৬০) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। তিনি বগুড়া থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক কালের খবর পত্রিকার সহসম্পাদক ছিলেন।

বুধবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে শাকপালা এলাকায় বগুড়া-নাটোর ও বগুড়া-ঢাকা মহাসড়কের সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় আহত হয়েছেন চার জন। তাঁরা হলেন বগুড়া দুপচাঁচিয়া উপজেলার বেলুহালী গ্রামের আশরাফ আলী, মুন্সিগঞ্জ জেলার ধীরাজ এবং বগুড়ার কাহালু উপজেলার বেলাল হোসেন ও তাঁর স্ত্রী মর্জিনা বেগম।

আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

কৈগাড়ী পুলিশ ফাঁড়ির এসআই রাজু কামাল আজকের পত্রিকাকে জানান, বুধবার বেলা সাড়ে ৩টার দিকে শাকপালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা-বগুড়া মহাসড়কে সড়ক উন্নয়নকাজে নিয়োজিত বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। 

এসআই রাজু কামাল জানান, ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে সিএনজিচালিত অটোরিকশার যাত্রী গোলাম নবী মারা যান। তাঁর কাছ থেকে দৈনিক কালের খবর পত্রিকার পরিচয়পত্র পাওয়া গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত