লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে গমখেত থেকে এক দিনের শিশুকে উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রাধাকান্তপুর গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
শিশুটিকে উদ্ধারকারী দুড়দুড়িয়া ইউনিয়নের রামপাড়া গ্রামের ভ্যানচালক মো. বাবুল হোসেন (৫৫) বলেন, ‘প্রতিদিনের মতো শুক্রবার ভোরে রামপাড়া-রাধাকান্তপুর রাস্তায় হাঁটতে বের হন। সকাল ৬টার দিকে রাধাকান্তপুরে হাকিম পীরের আস্তানার পূর্ব পাশে গমের খেত থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান তিনি। কাছে গিয়ে দেখতে পান প্রিন্টের শাড়ি দিয়ে প্যাঁচানো সদ্য প্রসবকৃত একটি ছেলেশিশু। পরে শিশুটিকে বাড়িতে নিয়ে আসেন তিনি। বিষয়টি প্রশাসনকে জানিয়ে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বাবুল হোসেনের স্ত্রী মোছা. মানজেরা খাতুন বলেন, তাঁদের দুই ছেলে রয়েছে। তাঁরা এখন বড় হয়ে গেছে। অজ্ঞাত এই শিশুটিকে এখন নিজের সন্তান হিসেবে লালন-পালন করতে চান তিনি।
মো. বাবুল হোসেনের ছেলে ব্যবসায়ী আলী হাসান (২৬) বলেন, তাঁর বাবা-মা শিশুটিকে দত্তক নিতে চান। এতে তাঁদের দুই ভাইয়েরই মত রয়েছে।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, উদ্ধারকৃত এক দিনের শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়েছে। সে শারীরিকভাবে সুস্থ আছে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বলেন, ‘শিশুটিকে কেউ ফেলে রেখে গেছে। এখন সে বাবুল হোসেনের পরিবারের হেফাজতে রয়েছে। তাঁরা শিশুটিকে দত্তক নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন। আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটিকে দত্তক দেওয়ার ব্যবস্থা করা হবে।’
নাটোরের লালপুরে গমখেত থেকে এক দিনের শিশুকে উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রাধাকান্তপুর গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
শিশুটিকে উদ্ধারকারী দুড়দুড়িয়া ইউনিয়নের রামপাড়া গ্রামের ভ্যানচালক মো. বাবুল হোসেন (৫৫) বলেন, ‘প্রতিদিনের মতো শুক্রবার ভোরে রামপাড়া-রাধাকান্তপুর রাস্তায় হাঁটতে বের হন। সকাল ৬টার দিকে রাধাকান্তপুরে হাকিম পীরের আস্তানার পূর্ব পাশে গমের খেত থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান তিনি। কাছে গিয়ে দেখতে পান প্রিন্টের শাড়ি দিয়ে প্যাঁচানো সদ্য প্রসবকৃত একটি ছেলেশিশু। পরে শিশুটিকে বাড়িতে নিয়ে আসেন তিনি। বিষয়টি প্রশাসনকে জানিয়ে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বাবুল হোসেনের স্ত্রী মোছা. মানজেরা খাতুন বলেন, তাঁদের দুই ছেলে রয়েছে। তাঁরা এখন বড় হয়ে গেছে। অজ্ঞাত এই শিশুটিকে এখন নিজের সন্তান হিসেবে লালন-পালন করতে চান তিনি।
মো. বাবুল হোসেনের ছেলে ব্যবসায়ী আলী হাসান (২৬) বলেন, তাঁর বাবা-মা শিশুটিকে দত্তক নিতে চান। এতে তাঁদের দুই ভাইয়েরই মত রয়েছে।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, উদ্ধারকৃত এক দিনের শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়েছে। সে শারীরিকভাবে সুস্থ আছে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বলেন, ‘শিশুটিকে কেউ ফেলে রেখে গেছে। এখন সে বাবুল হোসেনের পরিবারের হেফাজতে রয়েছে। তাঁরা শিশুটিকে দত্তক নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন। আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটিকে দত্তক দেওয়ার ব্যবস্থা করা হবে।’
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় হৃদয় মিয়াজি (২৩) নামের আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের মনাইরকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
৪ মিনিট আগেগত বছরের ২২ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে নেমে মৃত্যুবরণ করেন দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মদ সোহাদ হক। তারপর এক বছর চলে গেলেও এখনো তাঁর মৃত্যুর রহস্য উদ্ঘাটন হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে গত বছর সুইমিংপুল বন্ধ করে দেওয়া হয়।
২৮ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আমরণ অনশন কর্মসূচিতে আজ মঙ্গলবার অসুস্থ হয়ে পড়েছেন চার শিক্ষার্থী। তাঁদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের সূত্রে এ তথ্য জানা গেছে। কুয়েটের শিক্ষকেরা একাধিকবার শিক্ষার্থীদের কাছে গিয়ে অনশন প্রত্যাহারের অনুরোধ জানালেও স
২৮ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের মধুবাজার এলাকার ৯তলার একটি বাড়ি থেকে পড়ে এক শিশু গৃহকর্মীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সোয়া ৩টার দিকে মধুবাজার, ১০-এ নম্বর রোডের বাসায় এই ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে