Ajker Patrika

বাঘায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ: হাসপাতালে স্ত্রী-মেয়ে, শান্তর দাফন সম্পন্ন

বাঘা (রাজশাহী) প্রতিনিধি      নাটোর (লালপুর) প্রতিনিধি
জাহিদ হাসান শান্তর সঙ্গে তুরাইফা। ছবি: সংগৃহীত
জাহিদ হাসান শান্তর সঙ্গে তুরাইফা। ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘায় যাত্রীবাহী বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত জাহেদুল ইসলাম শান্তর (২৭) দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (২০ মে) সকাল ১০টায় বেড়িলাবাড়ি ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁকে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। অন্যদিকে তাঁর সন্তানসম্ভবা স্ত্রী (২৪) জেসমিন আক্তার ও মেয়ে উম্মে তুরাইফা খাতুন (৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় পা হারিয়েছে তুরাইফা। তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

নাটোর জেলার লালপুর উপজেলার বেড়িলাবাড়ি (জামতলা) এলাকায় পরিবার নিয়ে থাকতেন হার্ডওয়্যার ব্যবসায়ী শান্ত। রাজশাহীর বাঘা উপজেলার গ্রিন হ্যাভেন স্কুলের শিশু শ্রেণিতে পড়ে তাঁর মেয়ে তুরাইফা। গতকাল সোমবার সকালে এই দম্পতি মেয়েকে নিয়ে মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিল। আনুমানিক সকাল পৌনে ৯টায় ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের বানিয়াপাড়ায় পৌঁছালে বাঘা থেকে ছুটে আসা ঢাকাগামী দ্রুতগতির সুপার সনি এক্সপ্রেস তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে বাবা ও মেয়ে উভয়ের ডান পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সঙ্গে থাকা অন্তঃসত্ত্বা মা জেসমিন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাঁদের প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রামেকে নিয়ে যান। ওই দিন চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টায় নিবিড় পরিচর্যাকেন্দ্রে মারা যান শান্ত। মোবাইল ফোনে কথা হলে শান্তর শ্যালক আবিদ হাসানের সঙ্গে। আজকের পত্রিকাকে তিনি বলেন, সন্তানসম্ভবা জেসমিন আক্তার রামেকের অর্থোপেডিক ওয়ার্ডে ও উম্মে তুরাইফা খাতুন শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে রামেকের শিশু বিভাগের এক চিকিৎসক বলেন, শিশু তুরাইফাকে তার মায়ের পাশাপাশি অর্থোপেডিক বিভাগের এক নম্বর ওয়ার্ডে বেডে স্থানান্তর করা হয়েছে। সে কথা বলতে পারছে। তার মা জেসমিনের কোমরের হাড় (পেলভিস), পিঠের হাড় যা হাতের সঙ্গে যুক্ত থাকে (স্কাপুলা) ভেঙে গেছে। মাথায় আঘাত আছে। পরবর্তী উন্নত চিকিৎসার স্বার্থে নিউরো সার্জারি ও গাইনি বিভাগে যোগাযোগ করা হয়েছে। তবে রোগী এখন স্থিতিশীল আছে। বাচ্চাও স্থিতিশীল আছে।

বাঘা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, দুর্ঘটনার বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানে হয়। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। বাবা, মেয়ে ও স্ত্রীর মধ্যে বাবা সোমবার বিকেলে মারা গেছে, নিজ গ্রামে আজ তাঁর দাফন হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

এদিকে ছেলে হারানোর খবরে শান্তর বাবা মালয়েশিয়াপ্রবাসী এজাহার আলী পাগলপ্রায়। দূরদেশে সান্ত্বনা দেওয়ার মতো পাশে কেউ নেই তাঁর। অন্যদিকে ছেলের মৃত্যু, নাতনির পা হারানো ও ছেলের বউয়ের মুমূর্ষু অবস্থায় শান্তর মা জামিরন বেগম শোকে পাথর হয়ে গেছেন। বাক্‌প্রতিবন্ধী বোন জোবাইদার (২২) চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। ভাই হারানোর ব্যথায় সে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখছে আত্মীয়দের শোকের মাতম।

২০১৬ সালে উচ্চমাধ্যমিক শেষ করে উচ্চশিক্ষার জন্য চীনে গিয়েছিলেন শান্ত। তবে স্নাতক শেষ না করেই দেশে ফিরে এসে বাড়ির পাশে জামতলা বাজারে দিয়েছিলেন হার্ডওয়্যারের দোকান। স্ত্রী, সন্তান, বাবা ও মাকে নিয়ে গড়েছিলেন এক সুখের সংসার। কিন্তু সড়ক দুর্ঘটনা নিমিষেই সব এলোমেলো করে দিয়েছে। অনিশ্চিত মেয়ে তুরাইফা, স্ত্রী জেসমিন ও অনাগত সন্তানের ভবিষ্যৎ। পরিবারের এমন অবস্থায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সড়ক দুর্ঘটনায় আর কোনো পরিবারকে যেন এমন করুণ পরিণতি ভোগ করতে না হয়। সড়ক হোক নিরাপদ। এমনটাই চাওয়া এলাকাবাসীর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে তিন বাহিনীর প্রধান

১৭ বছর খাইনি, এবার খাব—টেন্ডার জমা দেওয়া ঠিকাদারকে বললেন বিএনপি নেতা

দেশে এল স্টারলিংক: কতগুলো ডিভাইস যুক্ত করা যাবে, কীভাবে করবেন

যৌথ পরিবারে কোরবানি কার ওপর ওয়াজিব

মধ্যরাতে হাক্কানীর মালিকের বাসায় মবের হানা, আটক তিন সমন্বয়ককে ছাড়িয়ে নিলেন হান্নান মাসউদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত