Ajker Patrika

বারান্দা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু: এবার পাল্টা অভিযোগ দেওয়ার সিদ্ধান্ত রাবি প্রশাসনের

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১০: ১৭
বারান্দা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু: এবার পাল্টা অভিযোগ দেওয়ার সিদ্ধান্ত রাবি প্রশাসনের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বারান্দা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রাবি শিক্ষার্থীদের মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সঙ্গে দুটি তদন্ত কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়েছে।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে প্রশাসনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

সভা শেষে সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।

অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ারের মৃত্যুর কারণ অনুসন্ধান করতে হল কর্তৃপক্ষ শনিবার তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন এবং ৭২ ঘণ্টার মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

অধ্যাপক প্রদীব বলেন, ‘সেই সঙ্গে রামেক হাসপাতালে রাবি শিক্ষার্থীদের মারধর করে আহত করার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে একটি অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থী শাহরিয়ারের মৃত্যু ও এর পরবর্তী পুরো ঘটনা পর্যবেক্ষণ করতে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ইলিয়াস হোসেনকে আহ্বায়ক করে আগামীকাল শনিবার ৯ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।’

উল্লেখ্য, চিকিৎসায় অবহেলার অভিযোগে ইন্টার্ন চিকিৎসকদের মারধর ও ভাঙচুরের অভিযোগে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষ মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অজ্ঞাতনামা ৩০০ শিক্ষার্থীকে আসামি করা হচ্ছে। নগরীর রাজপাড়া থানায় গতকাল বৃহস্পতিবার মামলার এজাহার জমা দিয়েছেন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত