নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
চাঁদা না পেয়ে রাজশাহীর পবায় ছাত্রদল–যুবদলের দুই নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার দর্শনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং পবার দামকুড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুম সরকার। দুজনেই পবার দামকুড়া ইউনিয়নের শীতলাই এলাকার বাসিন্দা।
আহত মাসুম সরকার জানান, যুবদল নেতা হাবিব এবং তিনি দর্শনপাড়া এলাকায় একটি পুকুর খনন করছেন। বৃহস্পতিবার পবার দর্শনপাড়া এলাকার ছাত্রদলের সাবেক নেতা জনি এবং তাঁর সহযোগীরা তাঁদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। তাঁরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরের দিন শুক্রবার বিকেলে জনি, তার সহযোগী দারুশার সুমন এবং রাজশাহী মহানগরীর রাণীদিঘির পাপ্পু, শ্রীরামপুর এলাকার পাপ্পুসহ ১৫ থেকে ২০ জন পুকুর খননের স্থানে যান।
এ সময় জনির নেতৃত্বে তাঁরা যুবদল নেতা হাবিবের ভাই মোবারক এবং এক্সকাভেটর (মাটি খননযন্ত্র) চালক দেলোয়ারকে অপহরণ করে। এরপর হাবিব ও মাসুম সন্ধ্যার দিকে খবর পেয়ে দারুশা-নওহাটার রাস্তায় অপহৃত মোবারক ও দেলোয়ারকে উদ্ধার করতে যান। এ সময় চাঁদাবাজেরা হাবিব ও মাসুমের ওপর হামলা চালান।
তিনি আরও জানান, অপহৃতদের উদ্ধারের সময় চাঁদাবাজেরা তাঁকে এবং হাবিবকে ছুরিকাঘাত করে। তাঁর বাঁ হাত এবং পিঠে ছুরির ছয়টি আঘাত রয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তির পরে রক্ত দেওয়া হয়েছে। একইভাবে হাবিবের পিঠে ও মাথায় ছুরিকাঘাত করা হয়েছে। হামলার সময় চাঁদাবাজেরা আগ্নেয়াস্ত্রও প্রদর্শন করে। এ সময় পুকুর খননের কাজে খরচের জন্য তাঁদের কাছে থাকা সাত লাখ টাকাও কেড়ে নেয় চাঁদাবাজেরা। চলে যাওয়ার সময় নিয়ে যায় দুটি মোটরসাইকেল।
তবে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক জনি বলেন, ‘আহত যুবদল নেতা হাবিব আমার ঘনিষ্ঠ বন্ধু। এ ছাড়া অপর আহত মাসুম আমার বড় ভাই। আমি হামলা বা অপহরণের সঙ্গে সম্পৃক্ত না। চাঁদা দাবির অভিযোগও ভিত্তিহীন। তাদের ওপর হামলার পরে আমি তাদের সার্বক্ষণিক খোঁজখবর রেখেছি। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
জানতে চাইলে কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
চাঁদা না পেয়ে রাজশাহীর পবায় ছাত্রদল–যুবদলের দুই নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার দর্শনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং পবার দামকুড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুম সরকার। দুজনেই পবার দামকুড়া ইউনিয়নের শীতলাই এলাকার বাসিন্দা।
আহত মাসুম সরকার জানান, যুবদল নেতা হাবিব এবং তিনি দর্শনপাড়া এলাকায় একটি পুকুর খনন করছেন। বৃহস্পতিবার পবার দর্শনপাড়া এলাকার ছাত্রদলের সাবেক নেতা জনি এবং তাঁর সহযোগীরা তাঁদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। তাঁরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরের দিন শুক্রবার বিকেলে জনি, তার সহযোগী দারুশার সুমন এবং রাজশাহী মহানগরীর রাণীদিঘির পাপ্পু, শ্রীরামপুর এলাকার পাপ্পুসহ ১৫ থেকে ২০ জন পুকুর খননের স্থানে যান।
এ সময় জনির নেতৃত্বে তাঁরা যুবদল নেতা হাবিবের ভাই মোবারক এবং এক্সকাভেটর (মাটি খননযন্ত্র) চালক দেলোয়ারকে অপহরণ করে। এরপর হাবিব ও মাসুম সন্ধ্যার দিকে খবর পেয়ে দারুশা-নওহাটার রাস্তায় অপহৃত মোবারক ও দেলোয়ারকে উদ্ধার করতে যান। এ সময় চাঁদাবাজেরা হাবিব ও মাসুমের ওপর হামলা চালান।
তিনি আরও জানান, অপহৃতদের উদ্ধারের সময় চাঁদাবাজেরা তাঁকে এবং হাবিবকে ছুরিকাঘাত করে। তাঁর বাঁ হাত এবং পিঠে ছুরির ছয়টি আঘাত রয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তির পরে রক্ত দেওয়া হয়েছে। একইভাবে হাবিবের পিঠে ও মাথায় ছুরিকাঘাত করা হয়েছে। হামলার সময় চাঁদাবাজেরা আগ্নেয়াস্ত্রও প্রদর্শন করে। এ সময় পুকুর খননের কাজে খরচের জন্য তাঁদের কাছে থাকা সাত লাখ টাকাও কেড়ে নেয় চাঁদাবাজেরা। চলে যাওয়ার সময় নিয়ে যায় দুটি মোটরসাইকেল।
তবে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক জনি বলেন, ‘আহত যুবদল নেতা হাবিব আমার ঘনিষ্ঠ বন্ধু। এ ছাড়া অপর আহত মাসুম আমার বড় ভাই। আমি হামলা বা অপহরণের সঙ্গে সম্পৃক্ত না। চাঁদা দাবির অভিযোগও ভিত্তিহীন। তাদের ওপর হামলার পরে আমি তাদের সার্বক্ষণিক খোঁজখবর রেখেছি। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
জানতে চাইলে কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বগুড়ার শেরপুর পৌরসভায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় বরাদ্দ পাওয়া সাতটি প্রকল্পের কাজের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি অধিকাংশ প্রকল্পের কাজ। যদিও দাপ্তরিক নথিতে সব প্রকল্পই ‘প্রায় সম্পন্ন’ হিসেবে দেখানো হয়েছে, তবে মাঠপর্যায়ে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।
২ ঘণ্টা আগেবেনাপোল স্থলবন্দরে ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে ৪০ জন আনসার সদস্যকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। বর্তমানে বেনাপোল বন্দরে মোট ১৬৩ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। প্রথম ধাপে ৪০ জন বদলি হলেও পরে অন্যদেরও বদলি করা হবে বলে জানা গেছে। আজ মঙ্গলবার দুপুরে আনসারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের...
৮ ঘণ্টা আগেচট্টগ্রামের রাউজানে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং দুই পক্ষের সংঘর্ষের জেরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। একই সঙ্গে দলটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদও স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব...
৮ ঘণ্টা আগেযশোরের বেনাপোল চেকপোস্টে ভারতগামী পাসপোর্টধারী আরজিনা খাতুন নামের ক্যানসারে আক্রান্ত এক রোগীকে জীবননাশের হুমকি দিয়ে ১৬ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে চিহ্নিত ছিনতাইকারীরা। আজ মঙ্গলবার ভ্রমণ ট্যাক্স কাটার নাম করে বেনাপোল বন্দর বাস টার্মিনাল থেকে ডেকে নিয়ে টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারী ডালিম ও তার দলবল।
৯ ঘণ্টা আগে