Ajker Patrika

ইউএনও যখন শিক্ষক

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১২: ৩৪
ইউএনও যখন শিক্ষক

হাতে সময় পেলেই তিনি ছুটে যান কাছের কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। শুরু করেন ক্লাস নেওয়া। একজন পেশাদার শিক্ষকের মতোই বাচ্চাদের সঙ্গে মিশে গিয়ে মজার সব গল্পের মাধ্যমে শিক্ষাদানে পটু তিনি। শুধু পড়ানোর ক্ষেত্রে নয়, শিক্ষাব্যবস্থার উন্নতিতেও নিরলস কাজ করে যাওয়া ওই ব্যক্তি হলেন নওগাঁর সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। 

জানা গেছে, সম্প্রতি প্রাথমিক শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২২’ পেয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন ইউএনও। একসময় তাঁর ইচ্ছাও ছিল শিক্ষক হওয়ার। এ জন্য সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি সুযোগ পেলেই চলে যান বিভিন্ন স্কুলে। 

গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান ইউএনও আব্দুল্যাহ আল মামুন। ওই স্কুলের দ্বিতীয় শ্রেণির ধর্ম শিক্ষা ও পঞ্চম শ্রেণির গণিত ক্লাস নেন তিনি। এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা তৃষিত কুমার চৌধুরী, উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী সন্তোষ কুমার, জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাফি হোসেন বলে, ‘আজ ইউএনও স্যার আমাদের গণিত ক্লাস নিয়েছেন। ক্লাসে এসে স্যার আমাদের বিভিন্ন প্রশ্ন করেছেন এবং মজার গল্প বলেছেন। সেই সঙ্গে কীভাবে পড়া মনে রাখা যায়, সেই নিয়মও শিখিয়ে দিয়েছেন।’ 

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ইউএনও স্যার সময় পেলেই মাঝেমধ্যে হঠাৎ করে স্কুলে আসেন। বিভিন্ন ক্লাসে গিয়ে পাঠদান করান। একই সঙ্গে শিক্ষাবিষয়ক পরামর্শ দেন। 

পাঠদানের বিষয়ে ইউএনও বলেন, ‘বাচ্চাদের পড়াতে খুব ভালো লাগে। শিক্ষাজ্ঞান ছড়িয়ে দেওয়ার মতো আনন্দ আর কিছুতে নেই। ছোট ছোট বাচ্চাদের পড়ানো অসাধারণ ব্যাপার। এতে দুটি লাভ হয়। এক, বাচ্চাদের পড়াতে পারছি আবার ওই স্কুলে কোনো সমস্যা আছে কি না, সেটাও সরেজমিনে দেখতে পারছি।’ 

ইউএনও আরও বলেন, ‘উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রজাতন্ত্রের কর্মচারী এবং দেশের একজন নাগরিক হিসেবে শিক্ষা খাতের উন্নয়নে ভূমিকা রাখতে পারা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত